দুই শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের শ্লীলতাহানীর গুরুতর অভিযোগ, খোঁজ নিলেন শিক্ষামন্ত্রী

স্টাফ রিপোর্টার, আগরতলা, ৫ মার্চ।। রাজধানী আগরতলা শহর সংলগ্ন রাজনগর স্কুল পরিদর্শন করলেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ। স্কুলের দুই শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের শ্লীলতাহানীর গুরুতর অভিযোগ উঠেছে। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে শিক্ষামন্ত্রী রতন লাল নাথ ঘটনা সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নিতে শনিবার বিদ্যালয়ের ছুটে যান।
এদিন তিনি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং স্কুল উন্নয়ন কমিটির কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে ঘটনা সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন। অভিভাবকদের পরামর্শক্রমে শিক্ষামন্ত্রী অভিযুক্ত দুই শিক্ষককে অন্যত্র বদলির নির্দেশ দেন। শিক্ষামন্ত্রী রতন লাল নাথ জানান, যে দুজন শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের শ্লীলতাহানীর অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। দ্রুত তদন্ত রিপোর্ট প্রদানের জন্য বলেছেন শিক্ষা মন্ত্রী।

অভিযোগের সত্যতা পাওয়া গেলে অভিযুক্ত দুই শিক্ষকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছেন শিক্ষামন্ত্রী। মন্ত্রী জানান, শিক্ষা দপ্তর বিদ্যালয় উন্নয়ন কমিটি সহ অভিভাবকদের এ বিষয়ে সতর্ক দৃষ্টি রাখতেও পরামর্শ দেওয়া হয়েছে। উল্লেখ্য গত কয়েকদিন ধরেই রাজনগর স্কুলের দুই শিক্ষক ছাত্রীর শ্লীলতাহানি করে চলেছেন বলে অভিযোগ উঠে। এ ধরনের গুরুতর অভিযোগ এর পরিপ্রেক্ষিতেই নড়েচড়ে বসেছে শিক্ষা দপ্তর।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *