অনলাইন ডেস্ক, ৫ মার্চ।। ইউক্রেনের সঙ্গে সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা দেওয়া হল রাশিয়ার পক্ষ থেকে।
সংবাদ সংস্থা এএফপি-র তথ্য অনুযায়ী জানা গেছে যে, আজভ সাগরের তীরের বন্দর শহর মারিওপোল এবং ভলনোভাখা শহরের বাসিন্দাদের দেশ ছাড়ার সুযোগ দিয়ে সাময়িক ভাবে এই যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে রাশিয়া।
দশম দিনে এসে এই সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করা হল রাশিয়ার পক্ষ থেকে।
চলতি সপ্তাহে বেলারুশে দ্বিতীয় দফার শান্তি বৈঠকের পরে রাজধানী কিয়েভসহ ইউক্রেনের বিভিন্ন শহরের অসামরিক বাসিন্দাদের নিরাপদে সরে যাওয়ার সুযোগ দিতে ঐকমত্য হয়েছিল। তারই ভিত্তিতে মস্কোর এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।
রাশিয়া যুদ্ধের কৌশল বদলাচ্ছে বলে মনে করা হচ্ছিল। তার মধ্যেই এই সাময়িক যুদ্ধবিরতি আসল। সাড়ে পাঁচ ঘণ্টার জন্য যুদ্ধবিরতি ঘোষণা করেছে রাশিয়া।
দক্ষিণের বন্দর শহর খারসেন দখলের পর রাশিয়ার টার্গেট এবার আরও দুটি গুরুত্বপূর্ণ বন্দর ওডেসা ও মারিওপোলকে দখল করা। ওই দুই শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও বিমানহানায় বেশ কয়েকজন বেসামরিক নাগরিকের মৃত্যুর খবরও মিলেছে।