অনলাইন ডেস্ক, ৫ মার্চ।। এশিয়ার অর্থনৈতিক কেন্দ্র হিসেবে পরিচিত সিঙ্গাপুরের পক্ষ থেকে অন্য কোনো দেশের ওপর নিষেধাজ্ঞা জারির ঘটনা খুবই বিরল। তা-ই ঘটছে রাশিয়ার ক্ষেত্রে।
বিবিসি শনিবার জানায়, ইউক্রেনে হামলা করার কারণে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটি রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করতে যাচ্ছে।
সিঙ্গাপুর জানিয়েছে, তারা রপ্তানি নিয়ন্ত্রণ করবে এবং রাশিয়ার কয়েকটি ব্যাংকের লেনদেন সীমিত করার পদক্ষেপ নেবে।
সেই সঙ্গে ক্রিপ্টোকারেন্সির লেনদেনে কড়াকড়ি আরোপ করবে এবং রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে লেনদেন করার ওপর অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোর ওপর নিষেধাজ্ঞা দেবে।
এর আগে জাতিসংঘের সাধারণ পরিষদের অনুষ্ঠিত রাশিয়ার বিরুদ্ধে নিন্দা প্রস্তাবে ভোট দেয় সিঙ্গাপুর। এই পদক্ষেপে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, চীনসহ এশিয়ার অনেক দেশ বিরত ছিল।
সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণান সংসদে বলেছিলেন যে, ‘রাশিয়ার বিরুদ্ধে যথাযথ নিষেধাজ্ঞা ও বিধিনিষেধ আরোপের জন্য অন্য অনেক সমমনা দেশের সঙ্গে একযোগে কাজের ইচ্ছে পোষণ করেছে সিঙ্গাপুর।’
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে সিঙ্গাপুরই প্রথম, যারা নিষেধাজ্ঞা আরোপের পথে হাঁটছে।