বটতলা মাছ বাজার সংলগ্ন এলাকায় অগ্নিকাণ্ড, অল্পেতে রক্ষা

স্টাফ রিপোর্টার, আগরতলা, ৫ মার্চ।। রাজধানীর বটতলা বাজারে শনিবার অগ্নিকাণ্ডের ঘটনায় অল্পেতে বেশকিছু দোকানপাট ব্যাপক ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে। বটতলা মাছ বাজার সংলগ্ন এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে দমকল বাহিনীর তিনটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আগুন আয়ত্তে আনে। ফলে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন, ব্রিজ সংলগ্ন এলাকাগুলিতে আমদানিকৃত মাছের কাটুন এবং তোষ প্রতিনিয়ত ফেলে রাখা হয়। প্রাথমিকভাবে আশঙ্কা করা হচ্ছে কেউ বিড়ি কিংবা সিগারেট খেয়ে আগুন সহ সেটি তোষের ওপর ফেলে দিয়েছে। হয়তো তা থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত। ব্যবসায়ীরা জানান, ওই এলাকায় নেশাখোরদের আড্ডাখানা রয়েছে। সবকিছু জেনেশুনে ও পুলিশ কঠোর কোনো ব্যবস্থা গ্রহণ করছে না। এলাকাটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং নেশাখোরদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা না হলে যেকোনো সময় অগ্নিকাণ্ড সহ নানা অঘটন ঘটে যেতে পারে বলেও তারা অভিমত ব্যক্ত করেছেন।

শুধু তাই নয়, এই এলাকা দিয়ে শব পরিবাহী গাড়িগুলি যাতায়াত করে। শেষ যাত্রায় সামিল হন তাদের আত্মীয় পরিজনরা। এলাকার রাস্তাঘাট ও আশপাশ এলাকা নোংরা আবর্জনায় পরিপূর্ণ হয়ে রয়েছে। এ ব্যাপারে পুর নিগম সহ স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য দাবি উঠেছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *