বিলাসবহুল গাড়ি ছেড়ে ট্রেন-রিক্সায় যাতাযাত করেন হেমা-ধর্মেন্দ্রর মেয়ে

অনলাইন ডেস্ক, ৫ মার্চ।। বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম সেরা জুটি ‘ধর্মেন্দ্র ও হেমা মালিনী’। ৭০’এর দশকের সুপরিচিত এবং বিখ্যাত এই জুটি লোকমুখে আজও প্রসংসীত। জানা যায় সে সময়ের বলিউডের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া তারকা জুটি ছিলেন তারা। কিন্তু এত বড় সুপারস্টার হওয়া সত্ত্বেও তার মেয়ে ‘এশা দেওল’ সম্পূর্ণ সাদামাটা জীবনযাপন করে থাকেন।

আশ্চর্যের বিষয় হল, এত বড় সুপারস্টারের মেয়ে হওয়া সত্ত্বেও ‘এশা’ বিলাসবহুল গাড়ি ছেড়ে রিকশা-ট্রেনে যাতায়াত করতেন। এর পাশাপাশি স্কুলে তাদের সঙ্গে বিশেষ কোনো আচরণ ছিল না। এশা দেওল নিজেই এক সাক্ষাৎকারে এ কথা জানিয়েছিলেন। বাবা-মা দুজনেই কিংবদন্তি সুপারস্টার কিন্তু তারা দুজনেই তাকে সহজভাবে মানুষ করেছেন।
শুধু তাই নয়, স্কুলে তার সঙ্গে সাধারণ মানুষের মতো আচরণ করা হতো, কোন সেলিব্রেটির বাচ্চাদের মতো নয়। এশা বহুবার রিকশায় করে যাতায়াত করেছে। বড়দের সম্মান করা ও বিভিন্ন নিয়ম-কানুনে অন্তর্ভুক্ত ছিলেন তিনি। টুর্নামেন্টে খেলার জন্য বিভিন্ন জায়গায় যেতেন এশা। তখন তিনি ট্রেনে করেই যাতায়াত করতেন। জনগণ খুবই সাধারণ মানুষ হিসেবেই জানেন এশাকে।
২০১২ সালে ব্যবসায়ী ‘ভরত তখতানি’ কে বিয়ে করেছিলেন এশা দেওল। বর্তমানে এশা দুই মেয়ের মা। তিনি চান তার সন্তানদের শৈশবও খুবই সহজ ও সরল ভাবে কাটাতে। ২০ অক্টোবর ২০১৭ সালে তাদের প্রথম কন্যা ‘রাধা তখতানির’ জন্ম হয়। ও দ্বিতীয় কন্যা ‘মীরায়া’ এর জন্ম ১০ই জুন ২০১৯ সালে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *