স্টাফ রিপোর্টার, বিশালগড়, ৫ মার্চ।। বিশালগড়ের প্রভুরামপুর সৎসঙ্গ আশ্রমে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। ঘটনাকে কেন্দ্র করে ধর্মপ্রাণ মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
জানা গেছে, শনিবার সকালে সৎসঙ্গ আশ্রমের পুরোহিত মন্দিরের দরজা খুলতে গিয়ে লক্ষ্য করেন দরজার তালা ভাঙ্গা। ভেতরে ঢুকে দেখেন সবকিছু লণ্ডভণ্ড। দান বাক্স উধাও হয়ে গেছে। সঙ্গে সঙ্গে তিনি বিষয়টি সৎসঙ্গ আশ্রম পরিচালন কমিটির কর্মকর্তাদের জানান।
খবর পেয়ে কর্মকর্তাসহ এলাকার ধর্মপ্রাণ মানুষ সৎসঙ্গ আশ্রমে ছুটে আসেন। খবর পাঠানো হয় বিশালগড় থানার পুলিশকে। ঘটনার খবর পেয়ে সদর থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে ঘটনা তদন্ত শুরু করেছে। তবে চুরি যাওয়া টাকা পয়সা সহ অন্যান্য জিনিসপত্র উদ্ধারের কোনো সংবাদ নেই। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।