রুশ অভিযানের সমর্থনে সার্বিয়ার রাজধানী বেলগ্রেডে মিছিল

অনলাইন ডেস্ক, ৫ মার্চ।। ইউক্রেনে রুশ অভিযানের সমর্থনে সার্বিয়ার রাজধানী বেলগ্রেডে মিছিল অনুষ্ঠিত হয়েছে। ওই সময় হাজার হাজার মানুষ ভ্লাদিমির পুতিনের প্রশংসা করেন। খবর বিবিসি।

২৪ ফেব্রুয়ারি শুরু হওয়া এ হামলার বিপক্ষে বিভিন্ন দেশে বিক্ষোভ হচ্ছে। খোদ রাশিয়াতে বিক্ষোভে অংশ নিয়ে হাজার হাজার মানুষ আটক হয়েছে। সে দিক থেকে সার্বিয়ার মিছিলটি ‘বিরল’ এক ঘটনা।

শুক্রবার রাশিয়ান জার নিকোলাস দ্বিতীয়ের একটি স্মৃতিস্তম্ভের সামনে জড়ো হয় চার হাজারের মতো মানুষ। এরপর তারা পদযাত্রায় যোগ দেন। সেখানে তারা রাশিয়া ও সার্বিয়ার জাতীয় সঙ্গীত বাজান। দুই দেশকে ভ্রাতৃত্বের বন্ধনে থাকা জাতি হিসেবে রাশিয়াকে স্বাগত জানায় তারা।

তারা রাশিয়ার পতাকা ও রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের ছবি বহন করে রাজপথ ধরে রুশ দূতাবাসের দিকে মিছিল নিয়ে অগ্রসর হয়।

কূটনৈতিকভাবে সার্বিয়া জটিল এক ভারসাম্য রক্ষার চেষ্টা করে যাচ্ছে। ইউরোপীয় নেতাদের তোষণ ও ইইউতে যোগদানের আকাঙ্ক্ষাকে লাইনচ্যুত না করে মস্কোর সঙ্গে সম্পর্ককে ঠিক রাখার মতো দুই নৌকায় পা রাখার পথে হাঁটছে দেশটি।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *