স্টাফ রিপোর্টার, কাঞ্চনপুর, ৪ মার্চ।। রাজ্যের প্রতিটি জনগোষ্ঠীর ঐতিহ্যময় সংস্কৃতির বিকাশে সরকার কাজ করছে। জনজাতিদের চিরাচরিত সংস্কৃতি আরও বিকশিত করার জন্য নানা উদ্যোগ নেওয়া হয়েছে।
আজ জম্পুই হিলের ভাঙমুন মাঠে রাজ্যভিত্তিক ‘চাপচার কুট’ উৎসবের উদ্বোধন করে জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী মেবার কুমার জমাতিয়া একথা বলেন।
রাজ্যে শান্তি সম্প্রীতির পরিবেশ এবং উন্নয়নের ধারা বজায় রাখার জন্য সবাইকে এগিয়ে আসার জন্য আহ্বান জানিয়ে তিনি বলেন, রাজ্যের সব অংশের মানুষের উন্নয়নের জন্য রাজ্য সরকার কাজ করে চলেছে। এর প্রতিফলনও বিভিন্ন ক্ষেত্রে পাওয়া যাচ্ছে।
শান্তি সম্প্রীতির পরিবেশ বজায় থাকলে উন্নয়নের কাজও দ্রুত ত্বরান্বিত হবে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইয়ং মিজো অ্যাসোসিয়েশনের সভাপতি লালনুনফিমা। উৎসবে সমবেত চেরুনৃত্য ও সঙ্গীত পরিবেশন করা হয়। এছাড়াও চিরাচরিত কিছু খেলাও অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাঞ্চনপুর মহকুমার মহকুমা শাসক সুভাষ আচার্য, জম্পুইহিলের বিডিও পিযূষ দেব, জম্পুইহিল বিএসি’র চেয়ারম্যান বিয়াকচুংনংগা প্রমুখ।
উল্লেখ্য তথ্য ও সংস্কৃতি দপ্তর, পর্যটন দপ্তর এবং জম্পুইহিল ব্লকের সহযোগিতায় ত্রিপুরা ইয়ং মিজো অ্যাসোসিয়েশান এই উৎসবের আয়োজন করেছে।