অনলাইন ডেস্ক, ৪ মার্চ।। ২০২২ বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের ম্যাচ স্থগিত করার জন্য ফিফাকে অনুরোধ করেছে ইউক্রেন। দেশটিতে রাশিয়ার হামলার এক সপ্তাহ পেরিয়ে গেছে ইতোমধ্যে।
পূর্ব-নির্ধারিত সময় সূচিতে ২৪ মার্চ বাছাইপর্বের প্লে-অফের সেমিফাইনালে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামার কথা ইউক্রেনের। কিন্তু দেশের এমন ভয়াবহ পরিস্থিতিতে গ্লাসগো সফরে যেতে চায় না তারা।
এই ম্যাচে জয়ী দল প্রতিপক্ষ হিসেবে পেতে পারে ওয়েলস বা অস্ট্রিয়াকে। প্লে-অফের ফাইনাল যারা জিতবে তারা কাতার বিশ্বকাপের টিকিট নিশ্চিত হবে।
তীব্রতর হয়ে ওঠা যুদ্ধের কারণে ইউক্রেনে সব ধরনের ফুটবল স্থগিত করা হয়েছে। আশা করা হচ্ছে, ফিফা গভর্নিং বডি স্কটিশদের বিপক্ষে ম্যাচ স্থগিতের ব্যাপারে দেশটির অনুরোধ মঞ্জুর করবে।
ফিফা এক বিবৃতিতে নিশ্চিত করে, মার্চের সূচিতে থাকা ম্যাচটি স্থগিতের ব্যাপারে আজ তারা ইউক্রেনিয়ান অ্যাসোসিয়েশন অব ফুটবল থেকে অনুরোধ পেয়েছে।
ফুটবলের সর্বোচ্চ সংস্থাটি আরও জানায়, এই সমস্যার যথাযথ সমাধান খুঁজতে ফিফা নিয়মিত যোগাযোগ রাখছে উয়েফা ও স্কটিশ ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে।
ইউক্রেনে আক্রান্ত সকলের প্রতি গভীর সংহতিও প্রকাশ করেছে ফিফা।