স্টাফ রিপোর্টার, উদয়পুর, ৪ মার্চ।। উদয়পুরের চন্দ্রপুর কলোনি এলাকায় ব্রাউন সুগার সহ দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। স্থানীয় জনগন সন্দেহজনকভাবে ওই দুই যুবককে ঘোরাফেরা করার সময় আটক করে তল্লাশি চালান। তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে নেশাজাতীয় ট্যাবলেট সহ অন্যান্য সামগ্রী উদ্ধার করতে সক্ষম হন।
উত্তেজিত জনতা তাদেরকে আটক করে বেদম প্রহার করেন। তাতে দুজনেই অল্পবিস্তর আহত হয়েছে। ঘটনার খবর পেয়ে রাধাকিশোরপুর থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। স্থানীয় জনগণ তাদেরকে পুলিশের হাতে তুলে দিয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, চন্দ্রপুর সহ পার্শ্ববর্তী এলাকাগুলিতে নেশাকারবারী এবং নেশাখোরদের উৎপাত মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে। ফলে এলাকার পরিবেশ কলুষিত হচ্ছে।
স্থানীয় জনগণ বেশ কিছুদিন ধরেই নেশা কারবারিদের পাকড়াও করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। শুক্রবার সকালে তারা দুজনকে হাতেনাতে আটক করতে সক্ষম হন। পুলিশ জানিয়েছে আটক দুজনের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা গ্রহণ করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।