স্টাফ রিপোর্টার, বিশালগড়, প্রতিনিধি, ৪ মার্চ।। বিশালগড় ইউকো ব্যাঙ্কে জাল নোট সহ আটক করা হয়েছে দুই ব্যাক্তিকে।শুক্রবার দুপুরে ইউকো ব্যাঙ্কের বিশালগড় শাখায় বহিঃরাজ্যের দুই ব্যক্তি আসে ৮ হাজার টাকা জমা করতে।
৮ হাজার টাকার মধ্যে ৩ হাজার ৫০০ টাকা জাল নোট ধরা পড়ে ব্যাংক সঙ্গে ব্যাংক কর্তৃপক্ষের কাছে। পরবর্তী সময় বিশালগড় ইউকো ব্যাংক কর্তৃপক্ষ বিশালগড় থানায় খবর পাঠায়। বিশালগড় থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে দুই ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে আসে।
বহিঃরাজ্য বিহারের বিনোধ গোস্বামী এবং পশ্চিমবঙ্গের অপর একব্যাক্তি মহাবীর কপারিয়া।বর্তমানে বিশালগড় থানার পুলিশ তদন্ত শুরু করে একটি মামলা নিয়েছে বলে জানা গেছে।মামলা নম্বর হলো ১৯/২০২২, আন্ডার সেকশান ৪৮৯ (বি), (সি),১২০( বি), আইপিসি।
অন্যদিকে আটককৃত দুই ব্যাক্তির কাছ থেকে জানতে চাইলে তারা জানান যে, এই ব্যাপারে তারা কিছুই জানে না। প্রশ্ন উঠেছে আটককৃত দুই ব্যাক্তির এই জাল টাকা আসলো কোথা থেকে? তবে বিশালগড় ইউকো ব্যাংকএর দায়িত্বপ্রাপ্ত ম্যানেজারের নিকট সাংবাদিকরা জানতে চাইলে তিনি এই ব্যাপারে মুখ খুলতে নারাজ, যা নিয়ে নানান প্রশ্ন উঠছে।