স্টাফ রিপোর্টার, উদয়পুর, ৪ মার্চ।। উদয়পুরের এক নম্বর ফুলকুমারী এবং নতুন বাজারের অরবিন্দ কলোনিতে দুজন ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছেন। ঘটনার বিবরণে জানা গেছে, উদয়পুরের ফুলকুমারী এলাকায় বাদল নাগ ফাঁসিতে আত্মহত্যা করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জেরে ওই ব্যক্তি ফাঁসিতে আত্মহত্যার পথ বেছে নিয়েছে। তিনি অত্যাধিক নেশা করতেন। নেশার জন্য পারিবারিক কলহ চরম আকার ধারণ করেছিল।গত তিনদিন ধরে ওই ব্যক্তির বাড়ির বাইরে ছিল। শুক্রবার বাড়ির অনতিদূরে একটি রাবার বাগানের তার ঝুলন্ত মৃতদেহ দেখতে পান স্থানীয় জনগণ। মৃতদেহটি দেখতে পেয়ে পরিবারের লোকজনদের খবর দেওয়া হয়।
ঘটনার খবর পেয়ে পরিবারের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। খবর পাঠানো হয় রাধাকিশোর পুর থানার পুলিশকে। পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
এদিকে নতুন বাজার থানার অরবিন্দ কলোনিতে দীপঙ্কর দেবনাথ নামে ফাঁসিতে আত্মহত্যা করেছে। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। নতুন বাজার থানার পুলিশ মৃতদেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে।