স্টাফ রিপোর্টার, বিশালগড়, ৪ মার্চ।। বিশালগড়-র মোরাবাড়ি এলাকায় প্রকাশ্য দিবালোকে চুরি করতে এসে এক চোর আটক করেছে স্থানীয় জনগণ। আটক চোরকে গণধোলাই দিয়ে বিশালগড় থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। তার বাড়ি বাংলাদেশ বলে জানা গেছে।
ঘটনার বিবরণে জানা গেছে, বিশালগড় মোড়াবাড়ি এলাকার উত্তম সাহার বাড়িতে শুক্রবার দুপুর ১ টা নাগাদ পরিবারের লোকজনদের অনুপস্থিতির সুযোগে কাজে লাগিয়ে ওই যুবক ঘরের দরজা খুলে ভেতরে ঢুকে বিভিন্ন জিনিসপত্র চুরি করার চেষ্টা করে। ঠিক তখনই পরিবারের গৃহিণী বাড়িতে চলে আসেন।
মহিলার চিৎকারে পার্শ্ববর্তী বাড়িঘরের লোকজনরা বের হয়ে আসেন এবং চোরকে আটক করতে সক্ষম হন। প্রকাশ্য দিবালোকে চুরি করতে আসা চোরকে আটক করে স্থানীয় জনগণ উত্তম-মধ্যম দেন। তাকে আটকে রেখে বিশালগড় থানার পুলিশকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। সেখান থেকে চোরকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় জনমনে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। প্রকাশ্য দিবালোকে এভাবে চুরির ঘটনা ঘটলে এলাকার মানুষের নিরাপত্তা কি থাকবে তা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকেই।