অনলাইন ডেস্ক, ৪ মার্চ।। ইউক্রেন উপকূলে বিস্ফোরণের পর একটি মালবাহী জাহাজ ডুবে গেছে বলে জানিয়েছে বিবিসি।
জাহাজটির মালিক এস্তোনিয়ার নাগরিক। তিনি বলেন, একটি বিকট বিস্ফোরণের পর মালবাহী জাহাজটি ডুবে যায়।
জাহাজের ভেতরে অবস্থানরত ক্রুদের মধ্যে দুজন জীবন রক্ষাকারী ভাসমান ছোট নৌকায় করে সমুদ্রে নামতে পেরেছে। বাকি চারজন প্রথমে নিখোঁজ ছিলেন। পরে ছয়জনকেই উদ্ধার করেছে ইউক্রেনের উদ্ধারকারীরা।
পানামার পতাকাবাহী এ জাহাজটির মালিক এস্তোনিয়া-ভিত্তিক কোম্পানি ভিস্তা শিপিং এজেন্সি।
এস্তোনিয়া ন্যাটোর সদস্য রাষ্ট্র এবং রাশিয়ার সঙ্গে তাদের সীমান্ত রয়েছে।
কয়েক দিন আগে জাহাজটি ইউক্রেনের ওডেসা অঞ্চলের কাছাকাছি একটি বন্দর থেকে ছেড়ে আসার পর উপকূলে নোঙর করেছে।
কেন এ বিস্ফোরণ হয়েছে সেটি এখনো পরিষ্কার নয়।
ইউক্রেনের সেনাবাহিনী বলছে, ওডেসা অঞ্চল দখল করার জন্য রাশিয়া একটি যুদ্ধজাহাজ পাঠাচ্ছে। ওডেসা শহরে ১০ লাখ মানুষ বসবাস করে এবং সে অঞ্চলে এটি সমুদ্র বন্দর রয়েছে।
এর আগে বুধবার অলভিয়া বন্দরে নোঙর করা বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’তে গোলা আঘাত করলে থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান নিহত হন। জাহাজের বাকি ২৮ ক্রুকে বৃহস্পতিবার নিরাপদে তীরে নামিয়ে আনা হয়েছে।
এদিকে শুক্রবার ভোরে রুশ হামলায় আগুন ধরে যায় একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাছের ভবনে। পরে আগুন নিভিয়ে ফেলেন ইউক্রেন কর্তৃপক্ষ।