স্টাফ রিপোর্টার, উদয়পুর, ৪ মার্চ।। গোমতী জেলার উদয়পুরের কিল্লার রাইয়া মলসম চৌমুহনীতে পথ অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা।
অবরোধের ফলে দিনভর ওই রাস্তায় যানচলাচল স্তব্ধ হয়ে পড়ে। ঘটনার বিবরণে জানা গেছে, গত ২৭ এ ফেব্রুয়ারি সাইমারোয়া এলাকায় স্থানীয় জনগণ ২ চোরকে আটক করেন। উত্তেজিত জনতার গণপ্রহারে দুইজন গুরুতর ভাবে আহত হয়।
আশঙ্কাজনক অবস্থায় পুলিশ তাদেরকে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে একজনের মৃত্যু হয়। এই ঘটনায় কিল্লা থানার পুলিশ একটি মামলা গ্রহণ করে। ঘটনায় জড়িত থাকার অভিযোগ এনে পুলিশ সেখান থেকে একজনকে গ্রেপ্তার করে এবং আরো পাঁচজনকে গ্রেপ্তার করার জন্য তৎপরতা শুরু করেছে পুলিশ।
স্থানীয় জনগণের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে তার ওই হত্যাকাণ্ডের সঙ্গে কোনোভাবেই জড়িত নয় এবং যাদেরকে গ্রেপ্তার করার জন্য পুলিশ উদ্যোগ নিয়েছে তারাও এই ঘটনায় জড়িত নয়। আটক নির্দোষ ব্যক্তিকে অবিলম্বে মুক্তি দিতে এবং মিথ্যা মামলায় অভিযুক্ত করে স্থানীয় যুবকদের গ্রেফতার না করার দাবিতে শুক্রবার এলাকায় পথ অবরোধ করা হয়।
অবরোধের খবর পেয়ে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে আসেন। অবরোধকারীদের সঙ্গে তারা আলোচনায় মিলিত হন। অবরোধকারীরা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে এলাকায় ধরপাকর বন্ধ করা না হলে তারা আরও বৃহত্তর আন্দোলনে শামিল হতে বাধ্য হবেন।
পরিস্থিতি বেগতিক দেখে প্রশাসনের তরফ থেকে ধরপাকর বন্ধ করার আশ্বাস দেওয়া হয়।প্রশাসনের কাছ থেকে সুনির্দিষ্ট প্রতিশ্রুতি পাওয়ার পরই স্থানীয় জনগণ অবরোধ প্রত্যাহার করে নেন। আটক ব্যক্তিকে মুক্তি এবং ধরপাকর বন্ধ করা না হলে তারা আরও বৃহত্তর আন্দোলনে সামিল হবেন বলে স্পষ্ট ভাবে হুঁশিয়ারি দিয়েছেন।