অনলাইন ডেস্ক, ৪ মার্চ ।। মোহালি স্বাক্ষী হয়ে থাকল বিরাট কোহলির শততম টেস্ট ভেন্যু হিসেবে। তবে ইতিহাসের পাতায় স্থান পাওয়া এই টেস্টের প্রথম দিন আলো ছড়ালো ঋষভ পন্তের ব্যাট।
কিন্তু ভারতীয় উইকেটরক্ষক-ব্যাটারকে দিনের শেষ মুহূর্তে পুড়তে হয়েছে ৪ রানের আক্ষেপে। ওয়ানডে মেজাজে ব্যাট চালিয়ে নব্বইয়ের ঘরে পা রাখা পন্ত বোল্ড হয়ে সাজঘরে ফেরেন এই সিরিজ শেষে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিতে যাওয়া পেসার সুরঙ্গা লাকমলের বলে।
সেই সঙ্গে ভাঙে রবীন্দ্র জাদেজা ও পন্তের ১০৪ রানের জুটি। পন্ত কতোটা খুনে মেজাজে ছিলেন তা তার ৯৮.৯৭ স্ট্রাইক রেট দেখলেই বুঝা যায়। ৯৭ বলে ৯ চার ও ৪ ছয়ে ৯৬ রান করে থামেন তিনি। ততক্ষণে রান পাহাড়ে ভারত।
সিরিজের প্রথম টেস্টে টস জিতে প্রথম ইনিংস শুরু করে ৬ উইকেটে ৩৫৭ রানে দিন পার করেছে টিম ইন্ডিয়া। এ নিয়ে টেস্টের প্রথম দিনে ১৪তম এবং লঙ্কানদের বিপক্ষে ষষ্ঠবারের মতন ৩৫০+ স্কোর করল স্বাগতিকেরা।
শুরু থেকে সফরকারী বোলারদের পরীক্ষা দিতে হয়েছে ভারতীয় ব্যাটারদের সামনে। ওপেনিংয়ে মায়াঙ্ক আগরওয়াল (৩৩) ও অধিনায়ক রোহিত শর্মার (২৯) ৫২ রানের জুটি। এরপর হনুমা বিহারীর (৫৮) ফিফটিতে বড় সংগ্রহের আভাস দেয় ভারত।
তবে শততম টেস্ট খেলতে নেমে ফিফটি বঞ্চিত হওয়ার আক্ষেপ সঙ্গী হয়েছে কোহলির। লাসিথ এম্বুলদেনিয়ার ঘূর্ণিতে ৪৫ রানে বোল্ড হন তিনি। তার আগে ১৬৯তম ইনিংসে এসে ভারতের ষষ্ঠ ব্যাটার হিসেবে তিনি পা রাখেন ৮ হাজার রানের মাইলফলকে।
আগামীকাল দ্বিতীয় দিন ব্যাটিংয়ে নামবেন জাদেজা (৪৫) ও রবিচন্দ্রন অশ্বিন (১০)। লঙ্কানদের মধ্যে দুই উইকেট নিয়ে দিনের সফল বোলার এম্বুলদেনিয়া।