রাজ্যে এমএসএসের স্বেচ্ছাসেবকরা সমাজ সচেতনমূলক কাজে সক্রিয়ভাবে যুক্ত রয়েছে : শিক্ষামন্ত্রী

স্টাফ রিপোর্টার, মোহনপুর, ৪ মার্চ।। রাজ্যে জাতীয় সেবা প্রকল্পের (এনএসএস) স্বেচ্ছাসেবকরা সমাজ সচেতনমূলক কাজে সক্রিয়ভাবে যুক্ত রয়েছে। রাজ্যে এনএসএস ১৯৭৬ সালে ৬টি কলেজের ৬০০ ছাত্রছাত্রী নিয়ে শুরু হয়েছিল। এনএসএস স্বেচ্ছাসেবকরা প্রাকৃতিক দুর্যোগ, রক্তদান, স্বচ্ছভারত, বনমহোৎসব, পণবিরোধীর মত আরও নানা রকম সমাজ সচেতনমূলক কর্মকান্ডের সাথে যুক্ত।

আজ মোহনপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে সপ্তাহব্যাপী এনএসএস ইউনিটের প্রশিক্ষণ শিবির ও রক্তদান উৎসবের উদ্বোধন করে একথা বলেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। অনুষ্ঠানে তিনি বলেন, বর্তমানে রাজ্যে প্রায় ৩২ হাজার এনএসএস স্বেচ্ছাসেবক রয়েছে। অনুষ্ঠানে তিনি আরও বলেন, সরকার এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়তে রাজ্যে গুণগত শিক্ষা সম্প্রসারণের উপর অগ্রাধিকার দিয়েছে।

এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়া নির্ভর করছে শ্রেণী কক্ষের উপর। তাই এনসিইআরটি কারিকুলাম থেকে শুরু করে রাজ্যে শিক্ষা ব্যবস্থায় ৩৪টি সংস্কার করা হয়েছে। রাজ্যের ১২৫ জন মেয়ে ন্যাশন্যাল ডিফেন্স একাডেমিতে প্রশিক্ষণ নিচ্ছে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোহনপুর পুর পরিষদের চেয়ারপার্সন শংকর দেব।

মোহনপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের পরিচালন কমিটির চেয়ারম্যান সুনীল চন্দ্র দেব, এনএসএস রাজ্য নোডাল অফিসার ড. চিত্রজিৎ ভৌমিক প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার দাস। রক্তদান শিবিরে ২৫ জন এনএসএস স্বেচ্ছাসেবক রক্তদান করেছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *