অনলাইন ডেস্ক, ৪ মার্চ।। রুশ সেনাবাহিনী সম্পর্কে ‘ভুয়া খবর’ প্রচার করলে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ডের বিধান রেখে আইন পাশ করেছে রাশিয়ার সংসদের নিম্নকক্ষ দুমা।
ইন্টারফ্যাক্স নিউজ এজেন্সি জানিয়েছে, মোট ৪০১ জন আইনপ্রণেতা বিলটির পক্ষে ভোট দিয়েছেন, এর বিরুদ্ধে কেউ ভোট দেয়নি।
আগামীকাল উচ্চকক্ষে অনুমোদন পেলে আইনটি কার্যকর করা হবে।
নিম্নকক্ষের এক বিবৃতিতে বলা হয়েছে, আইনটি কার্যকর হলে যারা ইচ্ছাকৃতভাবে সশস্ত্র বাহিনী সম্পর্কে মিথ্যা তথ্য ছড়াবে তাদের জন্য সর্বোচ্চ ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড ও জরিমানা করা হবে।
রুশ কর্মকর্তাদের অভিযোগ, তাদের শত্রুদেশ যেমন যুক্তরাষ্ট্র ও এর মিত্ররা রাশিয়ার জনগণের মধ্যে বিভাজন তৈরির উদ্দেশে বিভিন্নভাবে মিথ্যা তথ্য প্রচার করছে।