স্প্যানিশ ক্লাবটির সিদ্ধান্ত নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন কোম্যান

অনলাইন ডেস্ক, ৪ মার্চ।। বার্সেলোনা কোচের পদ থেকে ছাঁটাই হওয়ার পর নীরবতা ভাঙলেন রোনাল্ড কোম্যান। কথা বললেন গত গ্রীষ্মে লিওনেল মেসির সঙ্গে কাতালান ক্লাবটির চুক্তি নবায়ন না করা নিয়েও।

মৌসুমের শুরুটা বাজে হওয়ায় গত অক্টোবরে কোম্যানকে ছাঁটাই করে বার্সেলোনা। স্প্যানিশ ক্লাবটি তার আগে মেসির সঙ্গে চুক্তি নবায়ন করেনি। অথচ জানুয়ারিতে ফেরান তোরেসকে ৫৫ মিলিয়ন ইউরোতে দলে টেনেছে। ক্লাবটির এই সিদ্ধান্ত নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন কোম্যান।

এই ডাচ কোচ নিজ দেশের একটি পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘ক্লাবের পীড়াপীড়িতে আমি কিছু খেলোয়াড়ের বিদায় মেনে নিয়েছিলাম। যাতে তারা আর্থিক ব্যবস্থা করতে পারে। কিন্তু আপনি যখন দেখবেন মেসিকে ছেড়ে দেওয়ার পরপরই ৫৫ মিলিয়ন ইউরোতে তোরেসকে সই করাচ্ছে, আপনি নিজেকেই জিজ্ঞেস করুণ এখানে অন্য কিছু আছে কিনা। কেন যেতে হলো মেসিকে?’

জানুয়ারির দলবদলে বার্সেলোনা উল্লেখযোগ্য বিনিয়োগ করেছে। যে খেলোয়াড়দের আনা হয়েছে তাদের সঙ্গে কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করতেন বলেও জানান কোম্যান।

সেই সঙ্গে বার্সেলোনা সভাপতি হুয়ান লাপোর্তার প্রতি ক্ষোভ উগরে দেন। বলেন, কোচ হিসেবে জাভি হার্নান্দেসকে যে সময় দেওয়া হচ্ছে, তাকে সেটা দেওয়া হয়নি।

কোম্যানের কথায়, ‘আমি এমন ভাব করতে পারব না যে এই সভাপতির সঙ্গে কিছুই হয়নি। তারা জাভিকে যে সময় দিয়েছে, আমাকে দেয়নি। এটা আমার জন্য পীড়াদায়ক। আমি লাপোর্তার পছন্দের কোচ ছিলাম না। প্রথম থেকেই আমি সেটা বুঝতে পারছিলাম… ওপর থেকে প্রয়োজনীয় সমর্থনের অভাব ছিল।’

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *