৮ হাজার রানের মালিকদের অভিজাত ক্লাবে নাম লেখালেন ভারতের সাবেক অধিনায়ক

অনলাইন ডেস্ক, ৪ মার্চ।। শততম টেস্ট খেলতে নামার পাশাপাশি নতুন এক মাইলফলকেও পা রাখলেন বিরাট কোহলি। টেস্টে ৮ হাজার রানের মালিকদের অভিজাত ক্লাবে নাম লেখালেন ভারতের সাবেক অধিনায়ক।

৭৯৬২ রান নিয়ে মোহালিতে শ্রীলঙ্কার বিপক্ষে নিজের শততম টেস্টে ব্যাটিংয়ে নামেন কোহলি। ফিফটি থেকে ৫ রান দূরে থাকতে স্পিনার লাসিথ এম্বুলদেনিয়ার বলে বোল্ড হন তিনি। ৩৩ বছর বয়সী ডানহাতি ব্যাটারের ৭৬ বলে ৪৫ রানের ইনিংসটি সাজানো ছিল ৫ চারে।

শুক্রবার শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট শুরু করেছে ভারত। মোহালিতে টস জিতে প্রথম ইনিংস শুরু করে প্রতিবেদন লেখা পর্যন্ত ৪ উইকেটে করেছে ১৯২ রান। ব্যাটিংয়ে আছেন উইকেটরক্ষক ঋষভ পন্ত (১১) ও শ্রেয়াস আয়ার।

দলীয় ১৭০ রানে সাজঘরে ফেরেন কোহলি। এই টেস্ট দিয়ে লাল বলের ক্রিকেটে শততম ম্যাচে পা রাখলেন তিনি।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *