স্টোভে আগুন জ্বালিয়ে রান্না করতে গিয়ে অগ্নিদগ্ধ য়ে মৃত্যু এক ব্যক্তির

স্টাফ রিপোর্টার, বিশালগড়, ৪ মার্চ।। টাকারজলা থানা এলাকার নব শান্তিগঞ্জ ছয়বাড়িয়া এলাকায় অগ্নিদগ্ধ হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির নাম রতন দাস।

ঘটনার বিবরণে জানা গেছে, বৃহস্পতিবার রাতে নিজের ঘরে স্টোভে আগুন জ্বালিয়ে রান্না করছিলেন রতন দাস নামের ওই ব্যক্তি। তখনই স্টোভ ফেটে তার শরীরে আগুন ধরে যায়।

স্থানীয় মানুষজন ঘর থেকে ধোঁয়া বের হতে দেখে দমকল বাহিনীকে খবর দেন। খবর পেয়ে দমকল বাহিনী ঘটনাস্থলে ছুটে এসে রতন দাস নামে ওই ব্যক্তিকে অগ্নিদগ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে যায়। কিন্তু শেষ রক্ষা করা যায়নি। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

জানা গেছে, রতন দাস একাই বাড়িতে থাকতেন। তার স্ত্রী এবং সন্তান বাপের বাড়িতে থাকতো। মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *