বিয়ের নিমন্ত্রণ খেতে এসে কল্যাণপুরে অটো দুর্ঘটনায় শিশু সহ আহত পাঁচ

স্টাফ রিপোর্টার, কল্যাণপুর, ৪ মার্চ। কল্যাণপুরে ভয়াবহ অটো দুর্ঘটনায় শিশু সহ আহত হয় পাঁচ জন যাত্রী। ঘটনা বৃহস্পতিবার রাতে কল্যাণপুর থানা এলাকার গুংরাই ছড়াতে।

বিস্তারিত খবরে কল্যাণপুর থানা সূত্রে জানা যায় গতকাল রাতে পানিসাগর দেওছড়া থেকে খোয়াই তবে বিয়ের নিমন্ত্রণ খেতে রাতে ট্রেনে করে তেলিয়ামুড়া রেলস্টেশনে নামেন একই পরিবারের পাঁচ জন যাত্রী।এরপর উনারা TR 06 3062 নম্বরের অটো গাড়িতে ওঠেন খোয়াই যাবার উদ্দেশ্যে বিয়ের নিমন্ত্রণ খাবেন। যাবার পথে কল্যাণপুর থানা এলাকার খোয়াই তেলিয়ামুড়া সড়কের উপর গুংরাই ছড়া এলাকায় একটি সেতুর উপর গাড়ি পালটি খায় অতিরিক্ত গতি থাকার কারণে।

খবরে ঘটনাস্থলে ছুটে যায় কল্যাণপুর দমকল বাহিনী। আহতদের কল্যাণপুর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পাঁচজন আহত কি জিবিতে রেফার করেন। আহতরা হলেন রথীশ চন্দ্র দেবনাথ বয়স 43। প্রমিলা দেবনাথ বয়স 40। দিপু দেবনাথ বয়স 27।

রত্না দেবনাথ বয়স 30 ।রাজিব দেবনাথ বয়স 11। শিশু সমেত প্রত্যেককেই প্রাথমিক চিকিৎসার পর কল্যাণপুর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডক্টর রেশমি দেববর্মা জিবিতে প্রেরণ করেন 102 আম্বুলান্স দিয়ে। ঘটনায় জনমনে বেশ চাঞ্চল্য ছড়ায়। অটো গাড়ি কে আটক করে কল্যাণপুর থানার পুলিশ। গাড়িটির বেশ ক্ষতি হয়।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *