স্টাফ রিপোর্টার, খোয়াই, ৪ মার্চ।। শিক্ষাব্যবস্থা বেসরকারিকরণের প্রতিবাদ জানিয়ে শুক্রবার খোয়াইয়ে প্রতিবাদ বিক্ষোভ মিছিল সংঘটিত করেছে বাম ছাত্র সংগঠন এস এফ আই।
সিপিআইএম খোয়াই বিভাগীয় অফিসের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় সিপিআইএম বিভাগীয় অফিসের সামনে এসে শেষ হয়।
মিছিল শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাম ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ অভিযোগ করেছেন বর্তমান সরকার শিক্ষাকে বেসরকারিকরণের পথে হাঁটছে। শিক্ষা বেসরকারিকরণ করা হলে গরিব অংশের পরিবারের ছাত্রছাত্রীরা শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হবে বলেও তারা উল্লেখ করেন।
বিগত বামফ্রন্ট সরকারের আমলে যে ভাবে সার্বজনীন শিক্ষা ব্যবস্থা বহাল রাখার চেষ্টা করা হয়েছে বর্তমান সরকারকেও সেই পথ অনুসরণ করার জন্য ছাত্র সংগঠনের তরফ থেকে দাবি জানানো হয়েছে। অন্যথায় ছাত্রসংগঠন আরও বৃহত্তর আন্দোলনে সামিল হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।