অনলাইন ডেস্ক, ৪ মার্চ।। অস্ট্রেলিয়ার ক্রিকেট কিংবদন্তি রড মার্শ আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। হার্ট অ্যাটাকে শিকার হওয়ার পর তার শারীরিক অবস্থা সংকটাপন্ন ছিল।
গত বৃহস্পতিবার কুইন্সল্যান্ডে এক প্রীতি ক্রিকেট ম্যাচে অংশ নিতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন মার্শ। এরপর সাবেক এই উইকেটরক্ষককে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।
অবসর নেওয়ার সময় গ্লাভস হাতে ৩৫৫ ডিসমিসালের রেকর্ড গড়েছিলেন মার্শ। ১৯৭০ থেকে ১৯৮৪ পর্যন্ত অস্ট্রেলিয়ার হয়ে ৯৬ টেস্ট খেলেছেন তিনি।
এছাড়া মার্শ অজিদের হয়ে ৯২টি ওয়ানডে খেলেছেন। ২০১৬ পর্যন্ত অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দলের নির্বাচকদের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।
অস্ট্রেলিয়ার সর্বকালের সর্বোচ্চ ডিসমিসালে তৃতীয় অবস্থানে আছেন মার্শ। ৪১৬ ডিসমিসাল নিয়ে শীর্ষে অ্যাডাম গিলক্রিস্ট। ৩৯৫ ডিসমিসাল নিয়ে পরের স্থানে ইয়ান হিলি।
অস্ট্রেলিয়ার আরেক কিংবদন্তি মার্ক ওয়াহর মতে মার্শ ক্রিকেটের ‘সত্যিকারের আইকন’।
গ্লাভস হাতে দায়িত্ব পালনের পাশাপাশি আক্রমণাত্মক ব্যাটার ছিলেন মার্শ। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সাবেক ও বর্তমান ক্রিকেটাররা।
সাবেক অস্ট্রেলিয়ান ওয়ানডে ক্রিকেটার ডেভিড হাসি জানিয়েছেন, ‘রডকে মিস করবেন’ তিনি।