স্টাফ রিপোর্টার, নতুনবাজার, ৪ মার্চ।। নতুনবাজার থানা এলাকার চেলাগাং থেকে এক মহিলা ও সন্তান নিখোঁজ হয়ে গেছে। এ ব্যাপারে মহিলার স্বামী নারায়ন দেবনাথ থানায় সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করেছেন।
ঘটনার বিবরণ দিয়ে নারায়ন দেবনাথ জানান, গত সোমবার সকালে তার স্ত্রী সন্তানকে সঙ্গে নিয়ে অমরপুরের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। তারপর থেকে আর বাড়িতে ফিরে আসেনি।
সম্ভাব্য সব জায়গায় খোঁজখবর করে তাদের কোনো সন্ধান না পাওয়ায় অবশেষে বাধ্য হয়ে তিনি নতুন বাজার থানায় নিখোঁজ সংক্রান্ত অভিযোগ দায়ের করেন।নতুন বাজার থানার পুলিশ এ ধরনের চাঞ্চল্যকর অভিযোগ পাওয়ার পর ঘটনার তদন্ত শুরু করেছে।
তবে এখনো পর্যন্ত মহিলা ও তার সন্তানকে উদ্ধার করতে পারেনি পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে চেলাগাং সহ পার্শ্ববর্তী এলাকা গুলিতে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এর পেছনে বড় ধরনের কোনো রহস্য আত্মগোপন করে রয়েছে বলেও অনেকেই মনে করছেন। পুলিশ সব দিক খতিয়ে দেখছে বলে জানা গেছে।