স্টাফ রিপোর্টার, আগরতলা, ২ মার্চ।। ত্রিপুরা সিনিয়র সিটিজেনস অ্যান্ড পেনশনার্স সংঘ বিভিন্ন অমীমাংসিত ৯টি দাবি পূরণের জন্য রাস্তায় নেমেছে। তাছাড়াও বুধবার পশ্চিম জেলা মশাসকের র মাধ্যমে রাজ্যের সমস্ত জেলার সংগঠনের নেতৃত্বরা মুখ্যমন্ত্রীর কাছে তাদের দাবিগুলি উত্থাপিত করেন।
এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আন্দোলনকারীরা 28% ডিএ প্রদানের দাবি করেছিল যা মুলতুবি রয়েছে। তাছাড়া হোম-গার্ডদের পেনশন বাড়ানোর দাবি করা হয়েছে।
পেনশনভোগীদের চিকিৎসা ভাতা কমপক্ষে 2000 টাকা হওয়া উচিত এবং বার্ধক্য পেনশন 2000 টকা। পেনশনভোগীদের বার্ষিক বুস্টার 80 থেকে 75 বছর কমাতে হবে। অন্যান্য রাজ্য সরকারি কর্মচারীদের মতো সমস্ত PSU কর্মীদের পেনশন দেওয়া উচিত বলে অভিমত ব্যক্ত করেন আন্দোলনকারীরা।