অনলাইন ডেস্ক, ২ মার্চ।।ইউক্রেন আক্রমণের মাঝে বিশ্বের বৃহত্তম তিনটি শিপিং লাইন জানিয়েছে, অতিপ্রয়োজনীয় পণ্য সরবরাহ ছাড়া রাশিয়াকে তারা কোনো সেবা দেবে না। খবর আল জাজিরা।
ড্যানিশ শিপিং জায়ান্ট মায়েরস্ক, সুইজারল্যান্ড ভিত্তিক এমএসসি এবং ফ্রান্সের সিএমএ সিজিএম বলেছে, তারা রাশিয়া থেকে পণ্যের জন্য বুকিং নেবে না এবং বেশির ভাগ ডেলিভারি স্থগিত করবে।
ইউক্রেনের ঘটনায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ একাধিক দেশ রাশিয়ার অর্থনৈতিক ও বিভিন্ন খাতে নিষেধাজ্ঞা দিয়েছে। সেই চাপ সামলাতে হচ্ছে আন্তর্জাতিক বিভিন্ন সেবা সরবরাহ সংস্থাকেও।
এক বিবৃতিতে মায়েরস্ক বলছে, ‘খাদ্যসামগ্রী, চিকিৎসা ও মানবিক সরবরাহ ছাড়া রাশিয়ায় বুকিং সাময়িকভাবে স্থগিত করা হবে।’
এমএসসি একই ধরনের ব্যবস্থা ঘোষণা করেছে। তারাও বলেছে, শুধু প্রয়োজনীয় পণ্য সরবরাহের জন্য বুকিং গ্রহণ করবে। অন্যদিকে সিএমএ সিজিএম বলছে, ‘নিরাপত্তার স্বার্থে’ তারা সব বুকিং স্থগিত করছে।
এ ছাড়া বোয়িং, অ্যাপল, নাইকি, ভিসা, মাস্টারকার্ডসহ একাধিক প্রতিষ্ঠান সেবা বন্ধের ঘোষণা দিয়েছে।
রাশিয়া বিশ্বের ১১তম বৃহত্তম অর্থনীতির দেশ। জ্বালানি তেল, গ্যাস, গম-সহ নানান ক্ষেত্রে অন্যতম দেশও এটি।