পানীয় জলের দাবীতে সাব্রুমে পথ অবরোধ করলেম স্থানীয় জনগণ

 

স্টাফ রিপোর্টার, সাব্রুম, ২ মার্চ।। পানীয় জলের দাবিতে দক্ষিণ ত্রিপুরা জেলার সাব্রুম মনুঘাট সড়কের কচুরবাড়ি এলাকায় পথ অবরোধ করেন স্থানীয় জনগণ। বুধবার সকাল থেকেই পথ অবরোধ শুরু হয়। বেশ কিছুক্ষণ পর অবরোধের পর খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে সাব্রুম থানার পুলিশ এবং প্রশাসনের কর্মকর্তারা।

ঘটনার বিবরণে জানা গেছে, সাব্রুম মনুঘাট সড়ক সংলগ্ন এলাকায় রেল স্টেশনে যাওয়ার জন্য একটি লিংক রোড তৈরীর কাজ চলছে। লিংক রোড তৈরির জন্য রাস্তার দু’পাশের পানীয় জল সরবরাহ করার জন্য যে পাইপলাইন বসানো হয়েছিল সেই পাইপ লাইন তুলে নিতে হয়েছে। পাইপলাইন তুলে নেওয়ায় জল সরবরাহ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে পড়েছে। তাতে এলাকাবাসীর পানীয় জলের সমস্যা চরম আকার ধারণ করেছে।

স্থানীয় জনগণ জানিয়েছেন তাদের বিকল্প জলের কোন  ব্যবস্থা নেই। ফলে বহু পরিবার জলের সংকটে পড়েছে। সে কারণেই তারা দ্রুত পানীয় জলের ব্যবস্থা করার জন্য সরকার প্রশাসন এবং স্থানীয় নেতৃত্বের কাছে দাবি জানিয়েছেন।

কিন্তু এ ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না। সে কারণে বাধ্য হয়েই তারা বুধবার সকাল থেকে পথ অবরোধের শামিল হন। ঘটনার খবর পেয়ে প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে আসেন এবং দ্রুত ট্যাংকারে করে পানীয় জল সরবরাহ করার ব্যবস্থা করা হবে বলে আশ্বস্ত করেন।

সেই আশ্বাসের ভিত্তিতে অবরোধকারীরা আপাতত পথ অবরোধ আন্দোলন প্রত্যাহার করে নেন। দাবি অনুযায়ী প্রয়োজনীয় পানীয় জল সরবরাহ করা না হলে তারা আরও বৃহত্তর আন্দোলনে সামিল হবেন বলে জানিয়েছেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *