উন্নয়নের মধ্য দিয়েই সরকার এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ে তুলতে চায় : উপমুখ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার, বিশালগড়, ২ মার্চ।। বর্তমান রাজ্য সরকার স্লোগান বা ভাষণে নয়, উন্নয়নে বিশ্বাসী। উন্নয়নের মধ্য দিয়েই সরকার এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ে তুলতে চায়। আজ চড়িলাম ব্লকের পুরানবাড়িতে নবনির্মিত জিমের উদ্বোধন করে উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা একথা বলেন।

তিনি বলেন, বিগত দিনে নানা ক্ষেত্রে শুধু স্লোগানের মাধ্যমে উন্নয়ন হয়েছে, যার সঙ্গে বাস্তবের মিল নেই। এখন সেই অবস্থা পাল্টেছে। তিনি বলেন, নানা ক্ষেত্রের সঙ্গে ক্রীড়াক্ষেত্রের উন্নয়নেও রাজ্য সরকার কাজ করে চলেছে।

রাজ্য সরকার চায় ছাত্রছাত্রী ও যুবক যুবতীরা তাদের মানসিক বিকাশে আরও বেশি করে ক্রীড়াক্ষেত্রে নিজেদের মনোনিবেশ করুক। ক্রীড়াঙ্গণে রাজ্যের মুখ যাতে আরও উজ্জ্বল হয় সেজন্য সংশ্লিষ্ট দপ্তর নানা পদক্ষেপ নিয়েছে।

ক্রীড়াক্ষেত্রের পরিকাঠামো উন্নয়নে বিশেষ নজর দেওয়া হয়েছে। ৫ কোটি টাকা ব্যয়ে রাজ্যের বিভিন্ন মাঠে অ্যাস্ট্রো টার্ফ বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে। ক্রীড়াক্ষেত্রে যে সমস্ত পরিকাঠামো গড়ে উঠছে সেগুলি যথাযথভাবে কাজে লাগিয়ে রাজ্যের ছেলেমেয়েরা জাতীয় এবং আন্তর্জাতিক ক্ষেত্রে রাজ্যের মুখ আরও উজ্জ্বল করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, যুব সমাজের মানসিক বিকাশে খেলাধুলা বিরাট ভূমিকা নিয়ে থাকে। সেই লক্ষ্যে রাজ্য সরকার খেলাধুলার উন্নয়নে নানা পদক্ষেপ নিয়েছে। তিনি বলেন, রাজ্য সরকার নেশার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। নেশামুক্ত ত্রিপুরা গঠনের লক্ষ্যে একের পর এক পদক্ষেপ নেওয়া হয়েছে।

তিনি বলেন, রাজ্য সরকারের উন্নয়নের ধারাকে স্তব্ধ করে দেওয়ার জন্য চক্রান্ত চলছে। ক্রীড়া সহ নানা ক্ষেত্রে রাজ্যের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে বলিষ্ঠ ভূমিকা নিয়ে আসতে তিনি যুব সমাজের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ক্রীড়া ও যুব বিষয়ক দপ্তরের অধিকর্তা সুবিকাশ দেববর্মা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিপাহীজলা জিলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত। অনুষ্ঠানে উপমুখ্যমন্ত্রী এবং যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী সিপাহীজলা জেলার সোনামুড়া, জম্পুইজলা এবং বিশালগড় মহকুমার ৩৫টি কোচিং সেন্টারের প্রতিনিধিদের হাতে ক্রীড়া সামগ্রী তুলে দেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *