অনলাইন ডেস্ক, ২ মার্চ।। ইউক্রেনে রুশ সৈন্যদের আক্রমণের কারণে ব্রাজিলিয়ান খেলোয়াড়দের ঘরে পাঠিয়ে দিয়েছে দেশটির ফুটবল ক্লাব শাখতার দোনেৎস্ক। রোমানিয়ায় সরিয়ে নেওয়ার পর তাদের ব্রাজিলে ফেরত পাঠানো হয়।
ইউক্রেনের সর্বত্র যুদ্ধ ছড়িয়ে পড়ছে। নিরাপত্তার জন্য উয়েফার সহযোগিতায় ১২ খেলোয়াড়কে সরিয়ে নিল দেশটির প্রিমিয়ার লিগের ক্লাবটি।
শাখতার জানিয়েছে, ডায়নামো কিয়েভ ও এসকে দিনিপ্রো-১’ও ইউক্রেন থেকে বিদেশি খেলোয়াড়দের নিরাপদে সরিয়ে নিয়েছে।
শাখতার এক বিবৃতিতে জানায়, ‘এই প্রক্রিয়ায় অংশ নিয়ে যারা সহযোগিতা করেছে তাদের প্রত্যেককে ধন্যবাদ।’
ক্লাবটি আরও জানায়, ‘উয়েফা প্রেসিডেন্ট আলেক্সান্দার সেফেরিনের ব্যক্তিগত সহযোগিতায় খেলোয়াড়দের সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে। ইউক্রেনিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট আন্দ্রি পাভেলকো ও মলদোভান ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট লিওনিদ ওলিনিচেঙ্কোও সহযোগিতা করেছেন।’
ইউক্রেন প্রিমিয়ার লিগের চলতি মৌসুমের পয়েন্ট তালিকায় শীর্ষস্থানে আছে শাখতার। দুইয়ে ডায়নামো কিয়েভ। তবে রাশিয়ার আক্রমণের কারণে লিগ স্থগিত করা হয়েছে।