অনলাইন ডেস্ক, ২ মার্চ।। ইউক্রেনে সামরিক আগ্রাসন চালানোয় রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা দেশগুলোর অর্থনৈতিক নিষেধাজ্ঞায় রুবলের দামের রেকর্ড ঘটেছে। এমন পরিস্থিতিতে নতুন ঘোষণা এলো রাশিয়ায়।
বিবিসি জানায়, রাশিয়ার নাগরিকেরা এখন আর ১০ হাজার ডলারের বেশি বৈদেশিক মুদ্রা নিয়ে দেশত্যাগ করতে পারবেন না। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এমন এক ডিক্রি জারি করেছেন।
বুধবার থেকে এ নির্দেশ কার্যকর হবে বলে জানানো হয়েছে।
পশ্চিমা নিষেধাজ্ঞা, বিশেষত রাশিয়ার কিছু ব্যাংকে সুইফট ব্যবস্থা বন্ধ করে দেওয়ায় লেনদেনে ব্যাপক জটিলতা দেখা দিয়েছে। এ ছাড়া মাস্টারকার্ড, ভিসার মতো সেবা প্রতিষ্ঠান নিষেধাজ্ঞা কার্যকর করেছে।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর গত কয়েক দিনে রুশ বাহিনী দেশটির রাজধানী কিয়েভসহ বিভিন্ন শহরে ঢুকে পড়েছে। বৃহস্পতিবার সকালে একাধিক সংবাদমাধ্যম জানায়, খারসন ও খারকিভ শহরের পতন ঘটেছে।