Ukraine: ভারী অস্ত্রে সজ্জিত রাশিয়ান সেনার পথ অবরোধ করে দাঁড়িয়ে সাধারণ ইউক্রেনীয়

অনলাইন ডেস্ক, ২ মার্চ।। ইউক্রেনে আগ্রাসন শুরু হওয়ার পর থেকেই দেশটিতে ভারী অস্ত্রে সজ্জিত রাশিয়ান সেনাদের পথ আবরোধ করে দাঁড়িয়ে থাকা সাধারণ ইউক্রেনীয়দের অনেক ছবি এবং ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে আসছে। সম্প্রতি এই ধরনের একটি ভিডিওতে নিরস্ত্র ইউক্রেনীয়দের একেবারে শূন্য হাতে রাশিয়ার একটি সামরিক গাড়িতে আক্রমণ চালাতে দেখা গেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে লিয়ানা কোপারনাক নামের একটি অ্যাকাউন্টে কয়েকটি ভিডিওটি পোস্ট করা হয়েছে। এই ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমরা সবাই উদযাপন করছি। রিপোস্ট করুন’।

এর একটি ভিডিওতে দেখা যায়, রাশিয়ার সামরিক বাহিনীর একটি ৪এক্স৪ গাড়ি আসছে। সেই গাড়ি লক্ষ্য করে ছুটে যাচ্ছেন উত্তেজিত ইউক্রেনীয় জনতা। একেবারে শূন্য হাতে তারা চারদিক থেকে গাড়িটি ঘিরে ধরে প্রতিবাদ করছেন। এ সময় এক ব্যক্তি গাড়ির সামনের দিকে ওপরে উঠে লাথি মারতে থাকেন।

লোকজন চারদিক থেকে গাড়িটি ঘিরে থামানোর চেষ্টা করলেও সেটি এগিয়ে যায়। পরে দ্রুতগতিতে গাড়িটি সেখান থেকে পালিয়ে যায়। এ সময় গাড়িটির ওপরে উঠে পড়া ব্যক্তি ছিটকে নিচে পড়ে যান।

দুদিন আগে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ইউক্রেনের আরেকটি ভিডিওতে দেখা যায়, ইউক্রেনের এক নাগরিক ব্যাখমাচ শহরের রাস্তায় একেবারে খালি হাতে রাশিয়ার সামরিক বাহিনীর একটি ট্যাংক থামানোর চেষ্টা করছেন। পরে ওই ট্যাংক তাকে ধাক্কা দেয়। তারপরও ওই ব্যক্তি ট্যাংক লক্ষ্য করে ঘুষি মারতে থাকেন এবং সেটি থামানোর চেষ্টা চালিয়ে যান। এক পর্যায়ে সেটি রাস্তার মাঝখানে থেমে যেতে বাধ্য হয়।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *