স্টাফ রিপোর্টার, তেলিয়ামুড়া, ২ মার্চ।। শহর এলাকায় প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর প্রদানের ব্যাপার নিয়ে তোড়জোর হলেও প্রত্যন্ত এলাকাগুলিতে সেই প্রয়াস নেই এমনই এক ঘটনার চিত্র পাওয়া গেল মুঙ্গিয়াকামী আর ডি ব্লকের অধীনে শ্রীরাম খরা এডিসি ভিলেজে।
এই ভিলেজের অধীনে ১৬০ পরিবার গিরিবাসীদের বসবাস থাকলেও প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পেয়েছে মাত্র ৮০টি পরিবার। অন্যদিকে ৮০টি পরিবার বর্তমান সময়কালেও প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর থেকে বঞ্চিত।
বঞ্চিত পরিবারগুলির লোকজনরা প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাওয়ার জন্য দফায় দফায় ব্লক প্রশাসনের দ্বারস্থ এবং তিপ্রা মথা দলের নেতাদের দ্বারস্থ হলেও পাচ্ছেন না সরকারি ঘর।
বঞ্চিতরা আশ্বাস ছাড়া কিছুই পায়নি। এনিয়ে ওই এডিসি ভিলেজের বঞ্চিত ৮০টি পরিবারগুলোর মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। অথচ বঞ্চিত পরিবারগুলো দারিদ্রতার সাথে একপ্রকার যুদ্ধ করে চলছে।
এডিসি প্রশাসন কোনো এক অজ্ঞাত কারণে বঞ্চিত পরিবারগুলোর মধ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর প্রদানের জন্য কোন ধরনের পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ। কিন্তু শহর এলাকায় প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর প্রদানের বিষয় নিয়ে প্রশাসন সচেষ্ট হলেও প্রত্যন্ত এলাকাতে এর বিরূপ চিত্র পরিলক্ষিত হয়।