Footballer: দুই সপ্তাহ হাসপাতালে কাটিয়ে বাড়ি ফিরেছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি

অনলাইন ডেস্ক, ২ মার্চ।।টিউমার ও মূত্রনালির সংক্রমণের কারণে দীর্ঘ প্রায় দুই সপ্তাহ হাসপাতালে কাটিয়ে বাড়ি ফিরেছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে।

৮১ বছর বয়সী তিনবারের বিশ্বকাপজয়ী এই তারকা ১৩ ফেব্রুয়ারি থেকে সাও পাওলোর একটি হাসপাতালে কোলন টিউমারের জন্য চিকিৎসা নিচ্ছিলেন। পরে মূত্রনালির সংক্রমণ ধরা পড়লে নির্ধারিত সময়ের চেয়েও বেশি সময় হাসপাতালে থাকতে হয় তাকে।

তবে পেলের অবস্থা এখন স্থিতিশীল বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।পেলের টিউমারের চিকিৎসা চলমান থাকবে যা প্রথম শনাক্ত হয় গত সেপ্টেম্বরে রুটিন পরীক্ষার সময়ে।কয়েক বছর ধরেই নানা রকম শারীরিক জটিলতায় ভুগছেন পেলে।

২০১৫ সালে ৬ মাসের ব্যবধানে দুইবার হাসপাতালে ভর্তির পর তার প্রোস্টেট অস্ত্রোপচার হয়। ২০১৯ সালে তার মূত্রনালির সংক্রমণ ধরা পড়ে।ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা পেলে। ৯২ ম্যাচে তার গোল ৭৭টি। বিশ্বকাপের চারটি ভিন্ন আসরে গোল করার অনন্য কীর্তি রয়েছে তার। পেলে সহ মাত্র চার ফুটবলারের এই কীর্তি রয়েছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *