অনলাইন ডেস্ক, ২ মার্চ।। বলিউড থেকে এখন দূরেই থাকেন মল্লিকা শেরাওয়াত। নায়িকার স্থায়ী ঠিকানা এখন মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের বেভারলি হিলস। তবে সদ্য ভারতে এসেছেন অভিনেত্রী আর গোয়ায় ছুটির মেজাজে ধরা দিয়েছেন নায়িকা।
মল্লিকার গোয়ায় কাটানো নানান মুহূর্তের ঝলক ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ইতিমধ্যেই ৪৫-এর গণ্ডি পার করেছেন মল্লিকা। তবে তার হট অ্যান্ড সেক্সি ফিগারে হামেশাই ঘায়েল ভক্তরা। আজও মল্লিকার নাম শুনলেই পুরুষ হৃদয় যেন বলে উঠে, ‘ভিগে হোঁট তেরে, পিয়াসা দিল মেরা’।
মল্লিকার বিকিনি পরা ছবিতে এখন তোলপাড় সোশ্যাল মিডিয়া। গোয়ায় ছুটি কাটানোর ফাঁকে বিকিনি পরেই শরীর চর্চায় ব্যস্ত নায়িকা। কখনও উপুর হয়ে শুয়ে শরীর বেঁকিয়ে পুশ আপে ব্যস্ত, কখনও আবার যোগব্যায়ামে মন দিয়েছেন মল্লিকা।
নায়িকার কথায় যোগের মাধ্যমে শুধু শরীরচর্চা হয় তা নয়, মানসিক শান্তি, স্থিরতা এবং আনন্দও বয়ে আনে যোগব্যায়াম। এই বয়সেও যেভাবে ফিটনেস ধরে রেখেছেন মল্লিকা তাতে প্রশংসার বন্যা সোশ্যাল মিডিয়ায়।
কেউ তাকে ‘ফিটনেস কুইন’ তকমা দিয়েছেন, তো কেউ বলছেন ‘সুপার সেক্সি’। বিকিনিতে যেভাবে অনায়াসে শরীরচর্চা করছেন মল্লিকা সেটাও হয়রান করেছে অনেককে। মল্লিকাকে শেষ পর্দায় দেখা গিয়েছে ২০১৯ সালে অল্ট বালাজির হরর কমেডি সিরিজ ‘বু সবকি ফটেগি’তে।