স্টাফ রিপোর্টার, উদয়পুর, ২ মার্চ।। হেপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরা উদয়পুর শাখার উদ্যোগে মির্জা কমিউনিটি হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই আলোচনা সভার উদ্বোধন করেন গোমতী জেলার জিলা পরিষদের সভাধিপতি স্বপন অধিকারি।
উপস্থিত ছিলেন কাকড়াবন পঞ্চায়েত সমিতির ভাইস-চেয়ারম্যান সুধীর মজুমদার, চিকিৎসক প্রদীপ ভৌমিক, মির্জা স্কুলের প্রধান শিক্ষক পুষ্প হরি জমাতিয়া, বিশিষ্ট সমাজসেবী পরেশ দাশ, এইচ এফ টি উদয়পুর শাখার সম্পাদক পার্থ সাহা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিতেন্দ্র মজুমদার।
বক্তারা নেশা মুক্ত রাজ্য গড়ার জন্য রাজ্য সরকার ও রাজ্যের মূখ্যমন্ত্রী যে প্রয়াস হাতে নিয়ে কাজ শুরু করেছেন একাজে রাজ্যের সব অংশে র মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান। উপস্থিত ছাএদের সামনে বক্তারা বলেন আজকে যারা ছাত্র আগামীদিনে তারা যুবক। তারাই আগামী দিনের ভবিষ্যৎ।
সত্যি যদি রাজ্যকে নেশা মুক্ত রাজ্য হিসাবে গড়ে তোলা হয় তবে দেশের মধ্যে এই পার্বত্য রাজ্য সুনাম অর্জন করতে সক্ষম হবে। শেষে হেপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরার উদ্যোগে আয়োজিত অঙ্কন প্রতিযোগীতাদের মধ্যে জারা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেছে তাদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। এই নেশা বিরোধী সভায় উপস্থিত ছিল চোখে পড়ার মতো।