সিলিন্ডার লিকেজ হয় অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে গেছে বসতঘর

স্টাফ রিপোর্টার, সাব্রুম, ২ মার্চ।। মঙ্গলবার গভীর রাতে বক্সনগর এলাকায় অগ্নিকাণ্ডে একটি  বাড়ি ভস্মীভূত হয়ে গেছে। ঘটনার বিবরণে জানা গেছে, বক্সনগরের ভেলুয়ারচর এলাকার নারায়ণ দাসের বাড়িতে গ্যাস সিলিন্ডার লিকেজ হয় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

মুহূর্তে আগুন ঘরের ভিতরে ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে পরিবারের লোকজন চিৎকার-চেঁচামেচি শুরু করেন এবং দমকল বাহিনীকে খবর দেওয়া হয়। ঘটনার খবর পেয়ে বিশালগড় এবং সোনামুড়া থেকে দমকল বাহিনীর জওয়ানরা ঘটনাস্থলে ছুটে আসে। দমকল বাহিনী ঘটনাস্থলে ছুটে এসে আগুন আয়ত্তে আনেন।

তবে আগুন আয়ত্তে আনার আগেই বসতঘর সম্পূর্ন পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, দমকল বাহিনীর তৎপরতা ফলে পার্শ্ববর্তী এলাকায় আগুন ছড়িয়ে পড়তে পারেনি। এলাকাবাসীর অভিযোগ, বক্সনগর অগ্নিনির্বাপক কেন্দ্র না থাকায় প্রায় সময় অগ্নিকাণ্ডে সাধারণ মানুষের বাড়িঘর ভস্মীভূত হয়ে যাচ্ছে।

এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে বিশালগড় কিংবা সোনামুড়া থেকে দমকল বাহিনীকে ঘটনাস্থলে ছুটে আসতে হচ্ছে। দমকল বাহিনী ঘটনাস্থলে ছুটে আসার আগেই ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। অবিলম্বে একটি অগ্নিনির্বাপক কেন্দ্র স্থাপনের জন্য এলাকাবাসীর তরফ থেকে জোরালো দাবি জানানো হয়েছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *