অনলাইন ডেস্ক, ২ মার্চ।। রাশিয়ায় সমস্ত পণ্য সেবা বন্ধ করেছে অ্যাপল। ইউক্রেনে রাশিয়ার হামলার প্রতিক্রিয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে প্রযুক্তি ‘জায়ান্ট’ কোম্পানিটি।
আইফোন জায়ান্টটি জানিয়েছে, তারা ইউক্রেনে রাশিয়ার হামলা নিয়ে ‘গভীরভাবে উদ্বিগ্ন’। এই সহিংসতার কারণে যারা কষ্ট পাচ্ছে তাদের পাশে আছে জানিয়েছে অ্যাপল।
অ্যাপলের অন্যান্য সার্ভিস, অ্যাপল পে ও অ্যাপলের ম্যাপও সীমিত করা হয়েছে রাশিয়ায়।
এছাড়া বিখ্যাত ক্রীড়া সামগ্রী প্রতিষ্ঠান নাইকিও অনলাইনে তাদের পণ্য বিক্রি বন্ধ রেখেছে দেশটিতে। রাশিয়ায় ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোর মধ্যে এটাই সর্বশেষ প্রধান কোনো প্রতিষ্ঠান এই প্রতিক্রিয়া দেখাল।
মঙ্গলবার নাইকি তাদের ওয়েবসাইটে জানিয়েছে, রাশিয়ায় ডেলিভারি নিশ্চিত করা হচ্ছে না। পরিবর্তে তারা সরাসরি নিকটস্থ বিক্রয় কেন্দ্রে গিয়ে ক্রেতাদের পণ্য সংগ্রহ করতে জানিয়েছে।