নিজের শিবপুজার ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নায়িকা সারা আলি খান সমালোচনায়

 

অনলাইন ডেস্ক, ২ মার্চ।। বলিউডের জেন ওয়াই নায়িকা সারা আলি খান। শুধু সিনেমায় অভিনয় করেই তিনি দর্শক মনে জায়গা করে নেননি, বরং সারার মিষ্টি ব্যবহার সকলকে আরও কাছে টানে। সোশ্যাল মিডিয়াতেও তাই সকলের খুব পছন্দ সাইফ আলি খান আর অমৃতা আরোরার এই কন্যা। তবে, কিছু ধর্মীয় কট্টরবাদি এর আগেও সারাকে আক্রমণ করেছিলেন হিন্দু মন্দিরে পা রাখার কারণে।

শিবরাত্রির দিনও তেমনটাই হল। নিজের শিবপুজার ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন এই নায়িকা। সঙ্গে ইনস্টা স্টোরিতেও শিব মন্দিরে তার তোলা ছবি পোস্ট করতে দেখা যায় সারাকে। ছবির ক্যাপশনে লেখেন, ‘শুভ মহাশিবরাত্রি… জয় ভোলেনাথ’। এই পোস্টের পরেই সারার সোশ্যাল মিডিয়ায় প্রায় ঝাঁপিয়ে পড়ে কিছু ধর্মীয় কট্টরবাদী।

সারার ধর্ম নিয়ে প্রশ্ন উঠতে থাকে। কেউ কেউ সোজা বলে বসেন, ‘হয় মুসলিম হও, নয় হিন্দু, একসঙ্গে দুটো ধর্ম কীভাবে পালন করবে?’কেউ আবার বলে বসেন, সারা লজ্জা পান একজন মুসলিম হিসেবে। যদিও সোশ্যাল মিডিয়ার বড় একটা অংশ সর্বধর্ম সমন্বয়ের বার্তা দিয়েছেন।যারা সারাকে ধর্ম নিয়ে কটাক্ষ করছে তাদেরই সমালোচনা করেছেন ওই নেট-নাগরিকরা।

যদিও এটা প্রথম নয়, পুজা দিতে আসামের কামাখ্যা থেকে শুরু করে কেদার-বদ্রিতে প্রায়শই চলে যান সারা। ২০২১ সালের ফেব্রুয়ারিতে মা অমৃতা সিংয়ের সঙ্গে আজমির শরিফ দরগাতেও গিয়েছিলেন। সেই ছবি দিয়ে জুম্মা মুবারকের শুভেচ্ছাও জানিয়েছিলেন।

প্রসঙ্গত, সর্বশেষ ‘অতরঙ্গি রে’ ছবিতে দেখা গিয়েছে সারাকে। বেশ প্রশংসিত হয়েছে এই ছবি। সঙ্গে অভিনেত্রী হিসেবে সাইফ-কন্যার প্রশংসাও হয়েছে খুব। এরমধ্যে ভিকি কৌশলের সঙ্গে সেরে ফেলেছেন আনন্দ এল রাইয়ের নতুন ছবির কাজ। যদিও সেই সিনেমার নাম এখনও ঠিক হয়নি।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *