ধর্মনগরে টানটান উত্তেজনায় সম্পন্ন হল বিজেপি ও কংগ্রেসের সমাবেশ

 

স্টাফ রিপোর্টার, ধর্মনগর, ১ মার্চ৷৷ দরজায় কড়া নাড়ছে ২০২৩ বিধানসভা নির্বাচন৷ সেই নির্বাচনকে সামনে রেখে শাসক দল বিজেপি সহ সবকটি রাজনৈতিক দল ইতিমধ্যে মাঠে নেমে পড়েছে৷ সবকটি দলই চুল পরিমান মাটি ছাড়তে নারাজ৷ আর তাতে কিছুটা হলেও রাজনৈতিক অপ্রীতিকর ঘটনা সংঘটিত হচ্ছে৷ মঙ্গলবার ছিল উত্তরের ধর্মনগর শহরে কংগ্রেস ও বিজেপি দলের কর্মসূচি৷ এদিন দুপুর বারোটায় উত্তর জেলার ধর্মনগর শহরের কংগ্রেস দলের পক্ষ থেকে এক যোগদান সভা অনুষ্ঠিত হয়৷ একই সময়ে বিজেপি দলের পক্ষ থেকে বিজিপি আইপিএফটি জোট সরকারের চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষে এক জনসভারও আয়োজন করা হয়৷ দুই রাজনৈতিক দলের অনুষ্ঠান একই সময়ে এবং একশো মিটারে ভিতরে হওয়াতে কোন অপ্রীতিকর ঘটনা সংঘটিত না হওয়ার লক্ষ্যে প্রশাসনিক তরফে বিশাল পুলিশ টিএসআর সিআরপিএফ ও জলকামান দিয়ে মুড়ে রাখা হয়৷ এদিকে এদিনের কংগ্রেস দলের যোগদান সভা অনুষ্ঠিত হয় ধর্মনগর শহরের দিঘীরপাড় সংলগ্ণ কংগ্রেস জেলা কার্যালয়ের পাশে৷ উক্ত যোগদান সভায় ৭৩০ জন ভোটার শাসক দল বিজেপি সহ সিপিআইএম দল ত্যাগ করে কংগ্রেস দলে শামিল হন৷ জাতীয় কংগ্রেসের দলীয় পতাকা দিয়ে তাদের দলে বরণ করে নেন প্রদেশ কংগ্রেস সভাপতি বিরজিৎ সিনহা, সুদীপ রায় বর্মন, আশীষ সাহা, গোপাল রায় প্রমুখ৷ উক্ত যোগদান সভায় উপস্থিত অতিথিরা বক্তব্য রাখতে গিয়ে বর্তমান বিজেপি সরকারকে তীব্র ভাষায় কটাক্ষ করেন৷ পাশাপাশি এদিনের যোগদান সভার প্রধান আকর্ষণ সুদীপ রায় বর্মন বক্তব্য রাখতে গিয়ে বলেন, মঙ্গলবার ধর্মনগর সফর সুদীপ রায় বর্মনের শেষ সফর হলেও হতে পারে৷ কেননা, বহিঃরাজ্য থেকে প্রফেশনাল শুটার এনে তাকে হত্যা করার ছক কষছে চক্রান্তকারীরা৷ তিনি আরো বলেন, মাদক কারবারীদের গ্রেপ্তার করে চার পাঁচ দিনের মধ্যে পরিকল্পনামাফিক সুদীপ রায় বর্মনের নাম জড়িয়ে তাকে গ্রেপ্তারেরও পরিকল্পনা করা হচ্ছে বলে তাঁর কাছে খবর রয়েছে৷

তবে যদি রাজ্যবাসীর স্বার্থে লড়াই করে তার মৃত্যু হয় তাহলে এ রাজ্যে শত শত সুদীপ রায় বর্মন জন্ম নেবে বলেও তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেন৷ অপরদিকে দিঘীর পাড়ের হরি মন্দির সংলগ্ণ এলাকায় বিজিপি আইপিএফটি জোট সরকারের চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষে জনসভায় উপস্থিত ছিলেন ধর্মনগরের বিধায়ক তথা উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, জেলা নেত্রী মলিনা দেবনাথ, মন্ডল সভাপতি শ্যামল নাথ প্রমুখ৷

উক্ত জনসভায় উপস্থিত নেতৃত্বরা বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্র ও রাজ্য সরকারের ভূয়শী প্রশংসা করেন৷ বক্তারা বলেন,গোটা রাজ্যের সাথে ধর্মনগর শহরেও উন্নয়নমুখী বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন হয়েছে৷ তাছাড়া একগুচ্ছ উন্নয়নমুখী কর্মসূচি হাতেও নিয়েছে বর্তমান বিজেপি আইপিএফটি জোট সরকার৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *