নাশকতার আগুন, কল্যাণপুরে অল্পতেই রক্ষা পেল মূল্যবান গাছের বাগান

স্টাফ রিপোর্টার, কল্যাণপুর, ১ মার্চ৷৷ খোয়াই জেলার বিভিন্ন বনাঞ্চলের ধবংসের কারণ হয়ে দাড়িয়ে পড়েছে বনদস্যুদের কারণে যেমন ঠিক তার অপরদিকে নাশকতার আগুনেও পুড়ে ছাই হচ্ছে বনাঞ্চল৷ বনাঞ্চল পাকা হওয়ার কারণে তেলিয়ামুড়া মহকুমার লোকালয় অঞ্চল চলে আসছে বন্যহাতির দল৷ মঙ্গলবার সকাল গড়িয়ে দুপুর নাগাদ কল্যাণপুর থানা এলাকার পশ্চিম ঘিলাতলী গ্রাম পঞ্চায়েতের অধীন সোনারাম তালুকদার পাড়ার সংলগ্ণ এলাকার বিশ্বনাথ দুলাল দেব এবং পরিমল দেবের নামের ব্যক্তির বনাঞ্চলের মূল্যবান শাল, সেগুন বাগানে আগুন দেখতে পায় হঠাৎ৷

শুরু হয় চিৎকার চেঁচামেচি৷ খবর দেওয়া হয় কল্যাণপুর দমকল কর্মীদের৷ দমকল কর্মীরা এসে বাগানের আগুনকে আয়ত্তে আনে৷ কিভাবে আগুন লাগে তা কেউই জানে না৷ ধারণা করা হচ্ছে নাশকতামূলক এই আগুন৷ নাশকতার আগুনে দাবানলের মতো বিশাল আকার আগুন থেকে রক্ষা পায় পাশের রাবার বাগান ও৷ সংরক্ষিত বনাঞ্চলের মূল্যবান শাল , সেগুন বাগান৷ ঘটনায় ছুটে আসে কল্যাণপুর থানার পুলিশও৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *