স্টাফ রিপোর্টার, আগরতলা, ১ মার্চ।। ইতিমধ্যে দেখা যাচ্ছে রাশিয়া একতরফাভাবে পাশের দেশ ইউক্রেনের উপর সামরিক অভিযান শুরু করে মহিলা, শিশু সহ সাধারণ নাগরিককে হত্যা করছে এবং ব্যাপক ক্ষয় ক্ষতি করে চলছে। সাম্রাজ্যবাদী আমেরিকার নেতৃত্বে ন্যাটো জোট ইউরোপের বিভিন্ন দেশের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার প্রচেষ্টাকে প্রতিহত করতেই রাশিয়ার এই আক্রমণ। এই আক্রমণ সংগঠিত হবার সাথে সাথে এস ইউ সি আই ( সি ) কেন্দ্রীয় কমিটি তীব্র প্রতিবাদ জানিয়েছে এবং অবিলম্বে এই সামরিক আগ্রাসন বন্ধ করার দাবিতে রাজ্যজুড়ে বিক্ষোভ প্রদর্শন চলছে । আজ আগরতলার ক্ষুদিরাম মূর্তির সামনে এক বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয় । এই বিক্ষোভ সভায় দাবি ওঠে (১ ) সাম্রাজ্যবাদী রাশিয়া অবিলম্বে ইউক্রেন থেকে হাত উঠাও। (২ ) ইউক্রেনে আটকে পরা ভারতীয়দের অবিলম্বে নিরাপদে দেশে ফিরিয়ে আনতে হবে। (৩ ) সাম্রাজ্যবাদী যুদ্ধবাজ ন্যাটো জোট ভেঙ্গে দাও গুড়িয়ে দাও। (৪ ) সাম্রাজ্যবাদী যুদ্ধ উন্মাদনার বিরুদ্ধে শক্তিশালী আন্দোলন গড়ে তুলুন । এই বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন দলের রাজ্য সম্পাদক শঅরুন ভৌমিক । তিনি এই সাম্রাজ্যবাদী যুদ্ধের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনে সামিল হতে সকল স্তরের শান্তিপ্রীয় জনসাধারণকে এগিয়ে আসার আহ্বান জানান।