Shiv Poja: শিবচতুর্দশীতে ভক্তদের নিষ্ঠার সাথে পূজার্চনা, মন্দিরগুলিতে উপচেপড়া ভিড়

 

স্টাফ রিপোর্টার, আগরতলা, ১ মার্চ।। বাঙ্গালীর বারো মাসে তেরো পার্বন। মঙ্গলবার শিবচতুর্দশী। আর তাকে কেন্দ্র করেই চলছে রাজধানী আগরতলা বিভিন্ন শিব মন্দির গুলোতে ছিল ভক্তবৃন্দের, উপচেপড়া ভিড়। তাছাড়া মহাশিবরাত্রি বা শিবরাত্রি হচ্ছে হিন্দু শৈব সম্প্রদায়ের নিকট একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় আচার অনুষ্ঠান। এই মহাশিবরাত্রি ফাল্গুন মাসের কৃষ্ণ পক্ষের চতুর্দশী তিথিতে পালিত হয়। মহাশিবরাত্রি হল হিন্দুধর্মের সর্বোচ্চ আরাধ্য দেবাদিদেব মহাদেব ‘শিবের মহা রাত্রি’। অন্ধকার আর অজ্ঞতা দূর করার জন্য এই ব্রত পালিত হয়। অগণিত ভক্ত এইদিন শিবলিঙ্গে গঙ্গাজল, দুধ, বেলপাতা, ফুল দিয়ে পূজা করেছেন। সব ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ হল এই মহাশিবরাত্রি। ব্রতের আগের দিন ভক্তগণ নিরামিষ আহার করে। রাতে বিছানায় না শুয়ে মাটিতে শোয়া হয়। ব্রতের দিন তারা উপবাসী থাকে। তারপর রাত্রিবেলা চার প্রহরে শিবলিঙ্গকে দুধ, দই, ঘৃত, মধু ও গঙ্গাজল দিয়ে স্নান করানো হয়। তারপর বেলপাতা, নীলকন্ঠ ফুল, ধুতুরা, আকন্দ, অপরাজিতা প্রভৃতি ফুল দিয়ে পূজা করা হয়। আর  ‘ওঁ নমঃ শিবায়’ এই মহামন্ত্র জপ করা হয়। সেদিন রাত্রি জাগরণ করা হয় ও শিবের ব্রতকথা, মন্ত্র আরাধণা করা হয়। ভারতবর্ষের বারোটি জ্যোতির্লিঙ্গ তথা সমস্ত শিবমন্দিরে এই পূজা চলে, তান্ত্রিকেরাও এইদিন সিদ্ধিলাভের জন্য বিশেষ সাধনা করে। মহাশিবরাত্রি সাধারণত ইংরাজী মাসের ফেব্রুয়ারি বা মার্চ এ অনুষ্ঠিত হয়ে থাকে। এদিন রাজধানীর শিব মন্দিরের এক পুরোহিত সংবাদ মাধ্যমের মুখুমুখি হয়ে বলেন এবার শিবচতুর্দশী একদিন থাকবে এবং সেটা ২৮শে ফেব্রুয়ারী সোমবার রাত্রি ০২:৩২ মিনিট থেকে ১লা মার্চ মঙ্গলবার রাত্রি ১২:৩২ মিনিট অবধি থাকবে বলে জানান।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *