স্টাফ রিপোর্টার, আগরতলা, ১ মার্চ।। আগরতলার আইএমএ হাউসে জম্পু টাইমস ইউ টিউব চেনেল ও ফেইসবুক পেজ এর উদবোধন করেন রাজ্যের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা মন্ত্রী সান্তনা চাকমা। প্রদীপ প্রজ্জোলন করে অনুষ্ঠানের উদ্বোধন করেন তিনি। এই দিন ইউটিউব চেনেল এর লগ ইন করেন সন্দ্যন পএিকার কর্ণধার সুবল দে। তাছাড়া এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টিটিএডিসির এম ডি সি বিমল কান্তি চাকমা, সিনিয়র সাংবাদিক শ্রোত রঞ্জন খিসা সহ অন্যানরা। এই দিনে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা মন্ত্রী সান্তনা চাকমা বলেন ক্ষুদ্র জাতি গোষ্ঠীকে প্রাধান্য দিয়ে সমাজ ও দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চাকমা সমাজের ক্ষুদ্র জাতিগোষ্ঠী ত্রিপুরা রাজ্যে ১৯ টি জাতিগোষ্ঠী রয়েছে তারমধ্যে চাকমা নিউজ চ্যানেল বিগত দিনে লক্ষ করা যায়নি। আজকে আমাদের বিভিন্ন সামাজিক কাজে যুক্ত বিভিন্ন যারা সমাজের জন্য চিন্তা করে এবং বিভিন্ন সময় দেখা যায় অনেকগুলো জিনিস চাইলেও সেটাকে প্রকাশ করা যায় না ভাষাগত বা অন্যান কারণে। তাই চাকমা ইউটিউব চেনেল এর মধ্যে দিয়ে চাকমা সমাজের ও অন্যান জাতিগোষ্ঠীর জন্য এই চেনেল সর্বদা সঠিক খবর পরিবেশ করবে বলে তিনি আশা প্রকাশ করলেন।