আগরতলা, ১ মার্চ।। ভারত ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্ব চিরজীবী হবে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উভয় দেশ উন্নয়নে জোয়ার এনেছে। মানুষের কল্যাণে দু’দেশের সরকার সাফল্যের সঙ্গে কাজ করছে। ৫ দিনের বাংলাদেশ সফরে গিয়ে একথা বলেন ত্রিপুরা সরকারের সমবায় মন্ত্রী রামপ্রসাদ পাল। উল্লেখ্য, ফ্রেন্ডস অব বাংলাদেশের আমন্ত্রণে সমবায় মন্ত্রী রামপ্রসাদ পাল গত ২৫ ফেব্রুয়ারি ৫ দিনের বাংলাদেশ সফরে যান। আখাউড়া স্থলবন্দর থেকে সড়ক পথে ঢাকা পৌছানো অবধি বিভিন্ন জায়গায় তাঁকে সংবর্ধনা দেওয়া হয়। ঢাকা বিমানবন্দরে বাংলাদেশের জাতীয় সংসদের সদস্য পঙ্কজ দেবনাথ তাঁকে স্বাগত জানান। ঢাকা থেকে বিমানে শুক্রবারই তিনি পৌঁছে যান রাজশাহী। সেখানেও তাঁকে দেওয়া হয় সংবর্ধনা। বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম সমবায় মন্ত্রী রামপ্রসাদ পাল ও অন্যান্য অতিথিদের সম্মানে নৈশভোজের আয়োজন করেন। গত ২৬ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু এবং শহীদ এএইচএম কামারুজ্জামানকে শ্রদ্ধা জানিয়ে শুরু হয় সমবায় মন্ত্রীর বাংলাদেশ সফরের কর্মসূচি। বাংলাদেশ সফরে বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সাথে কথা বলার সময় সমবায় মন্ত্রী জানান, উভয় দেশের মধ্যে সুসম্পর্ক রয়েছে। ত্রিপুরার মানুষ বাংলাদেশকে আত্মীয় বলে মনে করে। এদিন দুপুরে রাজশাহীর মেয়র এএইচএম কামারুজ্জামান লিটনের পৌরোহিত্যে সমবায় মন্ত্রীকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়। সেখানে তিনি বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলার গড়ার স্বপ্নকে বাস্তব রূপ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদানের কথা উল্লেখ করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশের কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাক, ফ্রেন্ডস অব বাংলাদেশের সমন্বয়ক মেজর (অবঃ) এএসএম শামসুল আরেফিন, মেয়র লিটন, প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম প্রমুখ মুক্তিযুদ্ধে ত্রিপুরার অবদানের কথা উল্লেখ করেন। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানেও সমবায় মন্ত্রী রামপ্রসাদ পাল বক্তব্য রাখেন। গত রবিবার তিনি নাটোর সফর করেন। বাংলাদেশের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক নাগরিক সংবর্ধনা থেকে শুরু করে বেশকিছু অনুষ্ঠানের আয়োজন করেছেন। সর্বত্রই তিনি ভারত ও বাংলাদেশের বন্ধুত্বের কথা উল্লেখ করেন। ত্রিপুরার সঙ্গে বাংলাদেশের আত্মীয়তার সম্পর্কও বক্তব্যে উঠে আসে। বাংলাদেশ সফরে সমবায় মন্ত্রী ফ্রেন্ডস অব বাংলাদেশ সংস্থার উদ্যোগে ভারত বাংলাদেশ পঞ্চম মৈত্রী মিলন মেলা অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, পররাষ্ট্রমন্ত্রী শাহরিয়ার আলম, ভারতের হাইকমিশনার প্রমুখ। নাটোর জেলায় উত্তরা গণভবনে “বাংলাদেশ-ভারত সাংস্কৃতিক মিলন মেলা ২০২২” অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বাংলাদেশ সফরের সময় সমবায় মন্ত্রী রাজশাহী বিশ্ববিদ্যালয়ও পরিদর্শন করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন। তাছাড়াও রাজশাহী জেলার পুঠিয়া রাজবাড়ি সহ বিভিন্ন রাজাদের আমলের মন্দির পরিদর্শন করেন।