অনলাইন ডেস্ক, ২৮ ফেব্রুয়ারী।। ইউক্রেনে রাশিয়ার অভিযান শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত রাশিয়ার পাঁচ হাজারেরও বেশি সেনা নিহত হয়েছে বলে কিয়েভের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে।
সোমবার এক বিবৃতিতে মন্ত্রণালয়টির কর্মকর্তারা জানিয়েছেন, রাশিয়ার আনুমানিক পাঁচ হাজার ৩০০ সেনা নিহত হয়েছে। একই সময় ইউক্রেনীয় বাহিনীগুলো রাশিয়ার ১৯১টি ট্যাংক, ২৯টি যুদ্ধবিমান, ২৯টি হেলিকপ্টার ও ৮১৬টি সাঁজোয়া যান ধ্বংস করেছে।
বিবিসি জানিয়েছে, তারা এসব দাবি স্বতন্ত্রভাবে যাচাই করতে পারেনি। তবে যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রীর বিশ্বাস, লড়াইয়ের শুরুর পর্যায়ে রাশিয়ার পক্ষে ‘ব্যাপক’ হতাহত হয়েছে।রবিবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের বাহিনীগুলো ক্ষয়ক্ষতির শিকার হয়েছে বলে স্বীকার করেছে।
তবে নির্দিষ্ট কোনো সংখ্যা প্রকাশ করেনি তারা।এদিকে জাতিসংঘের পর্যবেক্ষকেরা জানিয়েছেন, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর গত চার দিনের যুদ্ধে নিহতদের মধ্যে অন্তত ১০২ জন বেসামরিক নাগরিক রয়েছেন।
এই আগ্রাসন ‘গুরুতর মানবিক পরিণতি’ বয়ে এনেছে এবং এতে হতাহতের সংখ্যা অনেক বেশি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা।