অনলাইন ডেস্ক, ২৮ ফেব্রুয়ারী।। ইউক্রেনে আক্রমণ চালানোয় রাশিয়ার সঙ্গে কোনো ধরনের আন্তর্জাতিক ম্যাচ খেলবে না ইংল্যান্ড।
দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) এমনটাই বলেছে বলে খবর বিবিসির। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার প্রতিবেশী ইউক্রেনে সামরিক আগ্রাসন শুরু করেন।
এফএ রাশিয়ার নেতৃত্বে চলা এই নৃশংসতার নিন্দা জানিয়েছে। সেই সঙ্গে ইংল্যান্ড ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা বলেছে ‘অদূর ভবিষ্যতের জন্য’ রাশিয়ার সঙ্গে সব ধরনের ম্যাচ বর্জন করা হবে।