Purchase: বেছে নিতে পারেন নিজের পছন্দের অভিনেতা বা অভিনেত্রীর মোমের মূর্তি

অনলাইন ডেস্ক, ২৮ ফেব্রুয়ারী।। সিনেমার পর্দাই নায়ক ও নায়িকাদের প্রেমকাহিনি বেশ মজাদার হয় । সেই প্রেমকাহিনি দেখতে দেখতে কখনো কখনো আমরা তাদের ক্রাশ বানিয়ে ফেলি । বিশেষ করে মেয়েদের মনে এসব ভাবনার উদয় বেশি ঘটে। মনে পরে ছোটবেলার সেই দিনগুলির কথা যখন মনে হত দেবের সাথে বিয়ে হলে কত ভালই না হত ।

কিংবা চকলেট বয় রানবির কাপুর এর সাথে একবার দেখা হলে কত সৌভাগ্যই না হত। তাদের মত ঘোড়াই চরে কেউ এসে আমাদের যদি বিয়ে করেনিয়ে যেত তাহলে নিজেদের রাজকুমারি মনেহত কিন্তু সেই সপ্ন আমাদের মনের কনে অপুরন এ থেকে যায়। বাস্তবে তা সম্ভব না হলেও আমাদের মনের বাসনা পুরন করার উদ্দেশে এগিয়ে এসেছে মাদাম তুসর মিউজিয়াম (Madame Tussauds)।

আমাদের জীবনের সেরা দিন গুলো আরও রোমাঞ্চকর করে তুলতে পছন্দের সেলিব্রেটি এর প্রতিরুপ দেখতে পারবেন।নতুন দম্পতি দের জন্য এই মিউজিয়াম নিয়ে এসেছে বিভিন্ন আকর্ষনীয় অফার। তাহলে আর দেরি কিসের চলে যান লাস ভেগাস এর এই বিশ্ব বিখ্যাত মিউজিয়ামে।

মাত্র ১২০১৮ টাকা খরচ করতে পারলেই নবদম্পতিরা ওয়াল্ক আপ ওয়াক্স বিবাহ প্যাকেজ এ বেছে নিতে পারেন নিজের পছন্দের অভিনেতা বা অভিনেত্রীর মোমের মূর্তি । এছাড়াও কম খরচ এর প্যাকেজ ও রয়েছে ।যাতে শুধুমাত্র ১৮৭৮ টাকা খরচ করলেই আপনার সপ্নেরদিন গুল আর রঙ্গিনময় করে তুলতে এই অফার যেন সোনাই সোহাগা। এই আকর্ষণীও প্যাকেজগুলোর জন্য কন অগ্রিম বুকিং এর প্রয়োজন নেই ।

এর মধ্যে ফটোগ্রাফি্র ব্যবস্থা থাকবে বলে জানা গিয়েছে ।বিশ্বের এই বিখ্যাত মিউজিউম এ মাইকেল জ্যাকসন সহ অন্যান্য অভিনেতা দের মূর্তি রয়ছে। তাহলে আর অপেক্ষা না করে চলে যান এখনি এই মিউজিয়াম এ । আপনার অপূরণীয় সপ্নপুরন করতে!

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *