অনলাইন ডেস্ক, ২৮ ফেব্রুয়ারী।। আইনি জটিলতা কাটিয়ে অবশেষে শুরু হয়েছে একতা কাপুরের নির্দেশনায় টান টান উত্তেজনায় ভরপুর ‘লক আপ’, যা উপস্থাপনা করছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত।
ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, প্রচারে আসার আগ মুহূর্তে শো’টির স্থগিতাদেশ জারি করেছিল মুম্বাই আদালত। পরে আইনি লড়াইয়ে জয়ী হয়ে কঙ্গনার ‘লক আপ’ নামক শো’টির স্থগিতাদেশ তুলে নিয়েছে আদালত। ফলে গতকাল রাত ১০টা থেকেই ওটিটি প্ল্যাটফর্ম এএলটি বালাজিতে স্টিমিং হচ্ছে শো টি।
এর আগে হালে সানোবার বেইজ নামের এক ব্যক্তি ‘লক আপ’ নামের শো’টির বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছিলেন। তার বক্তব্য অনুসারে জানা গেছে, এই শো’টির পরিকল্পনা তাদের আগে থেকেই ছিল। শুধু তাই নয়, সেই শো টির জন্য তিনি এবং তার সহকর্মীরা দীর্ঘ দিন ধরেই কাজ করছেন।
লকডাউনের কারণে সেই কাজ সম্পূর্ণ হয়নি। কিন্তু এই শো-এর পরিকল্পনা তাদের করোনাকালের আগে থেকেই ছিল। তার সপক্ষে তাদের হাতে প্রমাণ রয়েছে বলেও দাবি করেছিলেন সানোবার। এরপরেই আদালতের তরফে ‘লক আপ’-এর উপর আপাতত স্থগিতাদেশ জারি করা হয়েছিল।
পাশাপাশি একতা কাপুরের প্রযোজনা সংস্থা, ওটিটি মাধ্যম এবং সহযোগী সংস্থাদের জানানো হয়েছে আপাতত যেন এই শো-টি প্রচার করা না হয়। তবে আদালতে সেই আদেশও বেশি সময় স্থায়ী হলো না। ইতিমধ্যেই জানা গেছে, ‘লক আপ’ রিয়েলিটি শো-টির ফরম্যাট কিছুটা ‘বিগ বস’-এর মতোই হবে।
যেখানে একটি স্থানে ৮-১০ সপ্তাহের জন্য প্রতিযোগীদের আটকে রাখা হবে। এবং তাদের পারফর্মেন্সের উপর নির্ভর করবে শো তে তাদের টিকে থাকা। শো টিতে মোট অংশ নিবেন ১৬ জন প্রতিযোগী। যাদের ভেতর রয়েছে কমেডিয়ান মুনাওয়ার ফারুকি, মডেল পুনম পান্ডে, কুস্তিগীর ববিতা ফোগাট, অভিনেত্রী নিশা রাওয়াল এবং টেলিভিশন সেনসেশন করণভীর বোহরা’সহ আলোচিত আরও বেশ কিছু প্রতিযোগী।