HIV Test: রাজ্যের বিভিন্ন হাসপাতালে এইচআইভি সনাক্তকরণে রক্ত পরীক্ষা

স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৮ ফেব্রুয়ারী।। আগরতলা গভঃ মেডিকেল কলেজ এন্ড জিবিপি হাসপাতালের ইনটিগ্রেটেড কাউন্সিলিং এন্ড টেস্টিং সেন্টার (আইসিটিসি)-এ আজ ২৮ ফেব্রুয়ারি মোট ৭৩ জনের এইচআইভি সনাক্তকরণে রক্ত পরীক্ষা করা হয়। উক্ত পরীক্ষায় কারোর শরীরে এইচআইভি ভাইরাস পাওয়া যায়নি।

প্রত্যেককে রক্ত পরীক্ষার পাশাপাশি এইচআইভি/এইডস ও সেন্ডুয়াল ট্র্যান্সমিটেড ইনফেকশান সংক্রান্ত পরামর্শ প্রদান করা হয়। আইজিএম হাসপাতালের ইনটিগ্রেটেড কাউন্সিলিং এন্ড টেস্টিং সেন্টার (আইসিটিসি)-এ আজ ২৮ ফেব্রুয়ারি মোট ৩৭ জনের এইচআইভি শনাক্তকরণে রক্ত পরীক্ষা করা হয়। উক্ত পরীক্ষায় কারোর শরীরে এইচআইভি ভাইরাস পাওয়া যায়নি।

সেক্সুয়াল ট্র্যান্সমিটেড ইনফেকশান (এসটিআই) ক্লিনিকে মোট ২০ জনের রক্তে সিফিলিস শনাক্তকরণের জন্য পরীক্ষা করা হয়। কারও শররে সিফিলিস পাওয়া যায়নি। গোমতী জেলা হাসপাতালের ইনটিগ্রেটেড কাউন্সিলিং এন্ড টেস্টিং সেন্টার (আইসিটিসি)-এ আজ ২৮ ফেব্রুয়ারি মোট ১৩ জনের এইচআইভি শনাক্তকরণে রক্ত পরীক্ষা করা হয়। উক্ত পরীক্ষায় কারোর শরীরে এইচআইভি ভাইস পাওয়া যায়নি।

এসটিডি ক্লিনিকে আজ ২৮ ফেব্রুয়ারি মোট জনের এইচআইভি সনাক্তকরণে রক্ত পরীক্ষা করা হয়। তবে কারোর শরীরে এইচআইভি ভাইরাস পাওয়া যায়নি। জিরানিয়া সামাজিক স্বাস্থকেন্দ্রে আজ ২৮ ফেব্রুয়ারি মোট ৭ জনের এইচআইভি সনাক্তকরণে রক্ত পরীক্ষা করা হয়। উক্ত পরীক্ষায় কারোর শরীরে এইচআইভি ভাইরাস পাওয়া যায়নি।

প্রত্যেককে রক্ত পরীক্ষার পাশাপাশি এইচআইভি/এইডস ও সেক্সুয়াল ট্র্যান্সমিটেড ইনফেকশান সংক্রান্ত পরামর্শ প্রদান করা হয়। বিশালগড় মহকুমা হাসপাতালের এসটিডি ক্লিনিকেও আজ ২৮ ফেব্রুয়ারি এসটিডি ক্লিনিকে ৯ জনকে সেক্সুয়াল ট্যান্সমিটেড ইনফেকশান সংক্রান্ত পরামর্শ প্রদান করা হয়, ১ জনের ভিডিআরএল টেস্ট করা হয়। তবে কারোর শরীরে এইচআইভি ভাইরাস পাওয়া যায়নি।

গত ২৬ ফেব্রুয়ারি এসটিডি ক্লিনিকে ১৬ জনকে সেক্সুয়াল ট্যান্সমিটেড ইনফেকশান সংক্রান্ত পরামর্শ প্রদান করা হয়, ১৬ জনের ভিডিআরএল টেস্ট করা হয়। তবে কারোর শরীরে এইচআইভি ভাইরাস পাওয়া যায়নি। বিশালগড় মহকুমা হাসপাতালের ইনটিগ্রেটেড কাউন্সিলিং এন্ড টেস্টিং সেন্টার (আইসিটিসি)-এ আজ ২৮ ফেব্রুয়ারি মোট ১১ জনের এইচআইভি সনাক্তকরণে রক্ত পরীক্ষা করা হয়।

উক্ত পরীক্ষায় কারোর শরীরে এইচআইভি ভাইরাস পাওয়া যায়নি। বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে আজ ২৮ ফেব্রুয়ারি মোট ১৬ জনের এইচআইভি সনাক্তকরণে রক্ত পরীক্ষা করা হয়। তবে কারোর শরীরে এইচআইভি ভাইরাস পাওয়া যায়নি। পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধক দপ্তর থকে এক প্রেস রিলিজে এই সংবাদ জানানো হয়।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *